এক রুমের ভাড়া বাসা থেকে রাজকীয় ‘গ্রেসি ম্যানশনে’ মামদানি

নিউইয়র্কের মেয়রদের জন্য নির্ধারিত বাসভবনের নাম ‘গ্রেসি ম্যানশন’। ২২৬ বছরের পুরোনো রাজকীয় বাড়িটি ১৯৪২ সাল থেকে ব্যবহৃত হচ্ছে মেয়রদের বাসভবন হিসেবে। নবনির্বাচিত মেয়র জোহরান মামদানির সম্ভাব্য বাসভবনও এই রাজকীয় ভবন। বিস্তারিত প্রতিবেদনে..