সৈন্য নয়, ড্রোনই এখন প্রথম সারির যোদ্ধা

ড্রোন যেন এখন বিশ্বনেতাদের হাতের খেলনা। যাঁর যখন ইচ্ছা ড্রোন ছুড়ছেন, ভয়ংকর করে তুলছেন যুদ্ধক্ষেত্রকে। ভিডিও করা কিংবা খাবার পৌঁছে দেওয়ার মতো জরুরি প্রয়োজন থেকে সরে গিয়ে ড্রোন এখন পরিণত হয়েছে এক মরণাস্ত্রে। যুদ্ধে কীভাবে কাজ করছে ড্রোন? বিস্তারিত জানুন ভিডিও প্রতিবেদনে