সংক্ষিপ্ত বিশ্বসংবাদ

অতর্কিত হামলাফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় গোলযোগপূর্ণ জোলো দ্বীপে নগর মেয়রের গাড়িবহরে অতর্কিত হামলায় তিন পুলিশ কর্মকর্তা ও এক বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। তবে মেয়র অল্পের জন্য বেঁচে গেছেন। গতকাল শুক্রবার কর্মকর্তারা জানান, বৃহস্পতিবার জোলো দ্বীপে মেয়রের গাড়িবহরে দুর্বৃত্তরা অতর্কিত হামলা চালালে নগর পুলিশের প্রধান, দুই দেহরক্ষী ও ওই বেসামরিক ব্যক্তি নিহত হন। এএফপি। ডোনার মৃত্যুবিশ্বের সবচেয়েদীর্ঘজীবী জলহস্তী ডোনা মারা গেছে। প্রাণীটির বয়স হয়েছিল ৬২ বছর। গতকাল যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের মেসকার পার্ক জু অ্যান্ড বোটানিক গার্ডেনের পরিচালক আমোস মরিস জানান, মারাত্মক অসুখের কারণে বুধবার ডোনার মৃত্যু হয়েছে। ১৯৫১ সালে মেমফিস জুতে প্রাণীটির জন্ম হয়। ১৯৫৬ সালে তাকে মেসকার পার্কে স্থানান্তর করা হয়। এএফপি।বিচার শুরু হচ্ছেচীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় পরিষদের (পলিটব্যুরো) বরখাস্ত হওয়া সদস্য বো সিলাইয়ের স্ত্রী গু কাইলাইয়ের বিচার ৯ আগস্ট শুরু হচ্ছে। গত নভেম্বরে ব্রিটিশ ব্যবসায়ী নেইল হেউডকে হত্যার অভিযোগে তাঁর বিচার শুরু হবে। গতকাল শুক্রবার কর্মকর্তারা জানান, চীনের পূর্বাঞ্চলীয় আনহুই প্রদেশের রাজধানী হেফেইয়ে কাইলাইয়ের বিচারপ্রক্রিয়া শুরু হবে। রয়টার্স।সমালোচনাআফ্রিকার প্রাকৃতিক সম্পদের জন্যই চীন এ মহাদেশটির ব্যাপারে আগ্রহ দেখাচ্ছে, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারির এমন মন্তব্যের সমালোচনা করেছে চীন সরকার। চলতি সপ্তাহে সেনেগাল সফরের সময় হিলারি চীনের প্রতি ইঙ্গিত করে বলেন, আফ্রিকার সম্পদ বাইরে থেকে এসে নিয়ে যাওয়ার দিন শেষ হওয়া উচিত। জবাবে চীনের বার্তা সংস্থা সিনহুয়া গতকাল বলেছে, ‘চীন নয়, বরং পশ্চিমা সাম্রাজ্যবাদী শক্তিগুলোই আফ্রিকা থেকে সম্পদ নিয়ে যাচ্ছে। রয়টার্স।