উগান্ডায় আত্মঘাতী হামলায় নিহত ৬

হামলার পরে ঘটনাস্থলে ধোঁয়া উড়তে দেখা যায়
ছবি: রয়টার্স

উগান্ডার রাজধানী কাম্পালায় দুটি আত্মঘাতী বোমা হামলার ঘটনা ঘটেছে। এতে তিন হামলাকারীর পাশাপাশি তিনজন বেসামরিক ব৵ক্তিও নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৩৩ জন। আজ মঙ্গলবার এ হামলার পর দেশটির পার্লামেন্টের কার্যক্রম স্থগিত করা হয় এবং সংসদ সদস্যদের ভবনে প্রবেশ না করার পরামর্শ দেওয়া হয়।

হামলায় আহত ব্যক্তিদের মোগালো হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। পুলিশের মুখপাত্র ফ্রেড এনানগা বলেন, আহতদের মধ্যে পাঁচজনের অবস্থা গুরুতর। তাৎক্ষণিকভাবে এ হামলার দায় কেউ স্বীকার করেনি। তবে উগান্ডার কর্তৃপক্ষ এ হামলার জন্য জঙ্গি সংগঠনগুলোকে দায়ী করছে। এর আগে আল-কায়েদার সঙ্গে সম্পৃক্ত জঙ্গি সংগঠন আল-শাবাব এ ধরনের হামলার সঙ্গে যুক্ত ছিল। গত মাসে আইএসের সঙ্গে সম্পৃক্ত আরেক জঙ্গিগোষ্ঠী অ্যালিড ডেমোক্রেটিক ফোর্সেস (এডিএফ) এ ধরনের হামলার দায় স্বীকার করেছিল।

ফ্রেড এনানগা বলেন, প্রথম বিস্ফোরণটি কেন্দ্রীয় পুলিশ স্টেশনের কাছে হয়, দ্বিতীয়টি হয় দেশটির পার্লামেন্ট ভবনের খুব কাছে। পুলিশ স্টেশনের কাছে আত্মঘাতী বোমা হামলায় দুইজন নিহত হয়েছেন। অপর দিকে মোটরসাইকেলে আসা দুজন আত্মঘাতী হামলা চালালে একজনের মৃত্যু হয়।

পার্লামেন্ট ভবনের কাছের একটি ব্যাংকের নিরাপত্তাকর্মী বলেন, ‘হঠাৎ বিকট শব্দে মাটি কেঁপে ওঠে, মনে হলো আমি যেন বধির হয়ে গেছি।’ রয়টার্সের এক সাংবাদিক ঘটনাস্থলে পুলিশের ঘিরে রাখা স্থানে পুড়ে যাওয়া গাড়ি দেখেছেন। স্থানীয় টেলিভিশন চ্যানেল এনটিভি উগান্ডার একজন সাংবাদিক বলেছেন, তিনি রাস্তায় দুইজনের মরদেহ পড়ে থাকতে দেখেছেন। উগান্ডা রেডক্রসের মুখপাত্র আইরিন নাকাসিতা বলেছেন, তাঁরা বিস্ফোরণের বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানাবেন।