Thank you for trying Sticky AMP!!

আফগানিস্তানে দুই মার্কিন সেনা নিহত

ফাইল ছবি

আফগানিস্তানে একটি অভিযান চলাকালে দুই মার্কিন সেনা নিহত হয়েছেন। আজ শুক্রবার যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলোর সামরিক জোট ন্যাটোর পক্ষ থেকে এ তথ্য জানানো হয়। এ বিষয়ে তারা বিস্তারিত কিছু জানায়নি বলে বার্তা সংস্থা এএফপির খবরে জানানো হয়।

যুক্তরাষ্ট্র ও ন্যাটোর পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়, যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা নীতি অনুযায়ী, নিহত সেনাদের নিকটতম আত্মীয়দের এ বিষয়ে না জানানো পর্যন্ত তাঁদের নাম-পরিচয় প্রকাশ করা হবে না। কোথায় এবং কাদের বিরুদ্ধে এই অভিযান চালানো হয়, সে বিষয়ে এখনো জানানো হয়নি।

ন্যাটোর মুখপাত্র জানান, ঘটনার বিষয়ে তদন্ত চলছে। এই মুহূর্তে এই বিষয়ে আর বিস্তারিত কিছু বলা হচ্ছে না।

বর্তমানে আফগানিস্তানে ১৪ হাজার মার্কিন সেনা আছেন। দেশটিতে ২০০১ সালে মার্কিন নেতৃত্বাধীন অভিযান শুরু হয়। যুদ্ধের সময়কাল ১৭ বছরে গড়িয়েছে। মার্কিন ইতিহাসে এটা সবচেয়ে দীর্ঘস্থায়ী যুদ্ধ।