Thank you for trying Sticky AMP!!

সংযুক্ত আরব আমিরাতে সপ্তাহে অফিস সাড়ে চার দিন

দুবাই শহর

আগামী বছর থেকে সপ্তাহে সাড়ে চার দিন অফিস চালু করতে যাচ্ছে সংযুক্ত আরব আমিরাত। এ ছাড়া শনি ও রোববার সাপ্তাহিক ছুটির দিন হিসেবে ঘোষণা করতে যাচ্ছে মধ্যপ্রাচ্যের এই দেশ। আজ মঙ্গলবার দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এই তথ্য নিশ্চিত করেছে।

মধ্যপ্রাচ্যের দেশটি পর্যটন ও বাণিজ্যের জন্য বিশ্বে অত্যন্ত পরিচিত। বর্তমানে আরব আমিরাতের সাপ্তাহিক ছুটি শুক্র ও শনিবার। ২০২২ সালের ১ জানুয়ারি থেকে দেশটির ফেডারেল সরকার ছুটির নতুন নিয়ম কার্যকর করবে।

প্রতিবেশী দেশ সৌদি আরবকে হটিয়ে অর্থনীতিকে শক্তিশালী করার জন্য বিগত বছরগুলোতে বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে নানা পদক্ষেপ নিয়েছে আমিরাত। এর অংশ হিসেবে বিশ্বের অন্য দেশগুলোর সঙ্গে সামঞ্জস্য বজায় রাখতে সাপ্তাহিক ছুটির নতুন এই নিয়ম কার্যকর করতে যাচ্ছে দেশটি। শুক্রবার থাকবে অর্ধদিন ছুটি।