Thank you for trying Sticky AMP!!

গোতাবায়ার দেশে ফেরার সঠিক সময় এখন নয়: রনিল

রনিল বিক্রমাসিংহে

শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে বলেছেন, সাবেক প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষের দেশে ফেরার সঠিক সময় নয় এখন। তাতে রাজনৈতিক উত্তেজনা বেড়ে যেতে পারে। গতকাল রোববার একটি মার্কিন সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এসব কথা বলেন তিনি। খবর রয়টার্সের।

ওয়াল স্ট্রিট জার্নালকে দেওয়া ওই সাক্ষাৎকারে গোতাবায়া প্রসঙ্গে বিক্রমাসিংহে বলেন, ‘শিগগিরই তাঁর দেশে ফেরার কোনো ইঙ্গিত আমি পাইনি।’

নজিরবিহীন অর্থনৈতিক পরিস্থিতিতে থাকা শ্রীলঙ্কায় ব্যাপক বিক্ষোভের মুখে দেশ ছেড়ে পালিয়ে যান গোতাবায়া রাজাপক্ষে। প্রেসিডেন্ট হিসেবে পদত্যাগ করেন তিনি। কয়েক দিন পর পার্লামেন্টে অনুষ্ঠিত ভোটাভুটিতে বিক্রমাসিংহে প্রেসিডেন্ট নির্বাচিত হন।

ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে বলা হয়, প্রশাসনিক হস্তান্তর ইস্যুসহ সরকারের বিভিন্ন কার্যক্রম নিয়ে গোতাবায়া রাজাপক্ষের সঙ্গে যোগাযোগ করেন বিক্রমাসিংহে।

বেল–আউট প্যাকেজ (অর্থনৈতিক পুনরুদ্ধার) নিয়ে আন্তর্জাতিক অর্থ তহবিলের (আইএমএফ) সঙ্গে আলোচনা করছে শ্রীলঙ্কা। এপ্রিলে প্রায় ১ হাজার ২০০ কোটি ডলার পরিমাণ বিদেশি ঋণ পরিশোধে ব্যর্থ হয়েছে দেশটি। ২০২৫ সালের শেষ নাগাদ শ্রীলঙ্কাকে প্রায় ২ হাজার ১০০ কোটি ডলার ঋণ পরিশোধ করতে হবে।

Also Read: সব দল নিয়ে সরকার গঠনে বিরোধীদের সঙ্গে আলোচনায় রনিল

বিক্রমাসিংহে আশা করেন, আগস্টের শেষের দিকে আইএমএফের সঙ্গে সমঝোতা চুক্তি হবে। জ্বালানি, খাদ্য, সারসহ জরুরি পণ্য আমদানি করতে আগামী বছর শ্রীলঙ্কাকে বিভিন্ন উৎস থেকে ৩০০ কোটি ডলার সহায়তা নিশ্চিত করতে হবে।

শ্রীলঙ্কার প্রেসিডেন্ট আরও বলেছেন, দেশটির অর্থনৈতিক অবস্থার উল্লেখজনক উন্নতি হতে আরও কয়েক মাস সময় লেগে যাবে।