Thank you for trying Sticky AMP!!

চীনের বেইজিংয়ে মালয়েশিয়ার দূতাবাসের বাইরে এমএইচ ৩৭০ ফ্লাইটের যাত্রীদের স্বজনেরা

১০ বছর আগে রহস্যজনকভাবে নিখোঁজ এমএইচ ৩৭০–এর নতুন করে অনুসন্ধান দাবি

১০ বছর আগে মালয়েশিয়া এয়ারলাইনসের রহস্যজনকভাবে নিখোঁজ উড়োজাহাজ এমএইচ ৩৭০-এর যাত্রীদের স্বজনেরা নতুন করে অনুসন্ধানের দাবি করেছেন।

মালয়েশিয়ার কুয়ালালামপুর থেকে চীনের বেইজিংগামী উড়োজাহাজটি ২০১৪ সালের ৮ মার্চ ২৯৩ জন যাত্রী নিয়ে নিখোঁজ হয়। দীর্ঘ ও ব্যয়বহুল উদ্ধার অভিযান চালিয়েও ওই উড়োজাহাজের কোনো খোঁজ পাওয়া যায়নি।

গতকাল রোববার ওই উড়োজাহাজে থাকা যাত্রীদের প্রায় ৫০০ স্বজন ও সমর্থকেরা তাঁদের স্মরণ করতে কুয়ালালামপুরের কাছের একটি বিপণনকেন্দ্রে জড়ো হন। এই স্বজনদের কেউ কেউ আসেন চীন থেকে।

মালয়েশিয়া, অস্ট্রেলিয়া ও চীনের পক্ষ থেকে ভারত মহাসাগরের দক্ষিণাংশে ১ লাখ ২০ হাজার বর্গকিলোমিটারের বেশি এলাকায় নিষ্ফল অনুসন্ধানের পর ২০১৭ সালের জানুয়ারি মাসে তল্লাশি স্থগিত করা হয়েছিল। এ সময় কিছু ধ্বংসাবশেষ ছাড়া আর কিছু পাওয়া যায়নি।