খারকিভে ডাক কোম্পানির বিতরণকেন্দ্রে হামলা, নিহত ৬

শনিবার রাতে খারকিভে নোভা পোশতা কোম্পানির একটি কার্যালয়ে হামলা হয়
ছবি: রয়টার্স

ইউক্রেনের খারকিভ শহরে একটি বেসরকারি ডাক কোম্পানির বিতরণকেন্দ্রে ক্ষেপণাস্ত্র হামলায় ৬ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১৪ জন। গতকাল শনিবার রাতে এ হামলা হয়েছে।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে দেওয়া এক পোস্টে লিখেছেন, খারকিভে নোভা পোশতা কোম্পানির একটি কার্যালয়ে হামলা হয়েছে। নোভা পোশতা ইউক্রেনের বেসরকারি ডাক ও কুরিয়ার কোম্পানি।

ঘটনাস্থল থেকে তোলা ছবিতে দেখা গেছে, হামলায় ভবনটির জানালা উড়ে গেছে। জেলেনস্কি তাঁর টেলিগ্রাম অ্যাকাউন্টে এসব ছবি পোস্ট করেছেন।

খারকিভের আঞ্চলিক গভর্নর ওলেহ সিনিয়েহুবভ বলেন, হতাহত ব্যক্তিদের সবাই ওই ডাক কোম্পানির কর্মী। তাঁদের বয়স ১৯ থেকে ৪২ বছরের মধ্যে। হাসপাতালে ভর্তি হওয়া ১৪ জনের মধ্যে সাতজনের অবস্থা গুরুতর।

জেলেনস্কি বলেন, উদ্ধারকাজ চলছে। জরুরি সেবা বিভাগের কর্মীরা ঘটনাস্থলে কাজ করছেন।

এ হামলার ব্যাপারে রাশিয়া এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি। তবে এর আগে রাশিয়া বিভিন্ন সময়ে দাবি করেছে, তারা ইউক্রেনের কোনো বেসামরিক স্থানকে হামলার লক্ষ্যবস্তু করে না।

খারকিভ ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর। রাশিয়া সীমান্ত থেকে মাত্র ৩০ কিলোমিটার দূরত্বে এর অবস্থান। ২০২২ সালের ফেব্রুয়ারি ইউক্রেনে রাশিয়া হামলা শুরু করার পর প্রথম কয়েক সপ্তাহ উত্তর-পূর্বাঞ্চলীয় শহরটিতে ভারী বোমা হামলা চালানো হয়েছিল।

চলতি মাসের শুরুতে খারকিভের মেয়র ইহর তেরেখোভ বলেন, শহরটির শিশুরা যেন নিরাপদে পড়াশোনা চালিয়ে যেতে পারে, তা নিশ্চিত করতে ইউক্রেনের প্রথম আন্ডারগ্রাউন্ড স্কুল (ভূগর্ভস্থ স্কুল) প্রতিষ্ঠা করা হয়েছে।

এদিকে গত জুন থেকে দক্ষিণাঞ্চলে রুশ বাহিনীর বিরুদ্ধে ইউক্রেন পাল্টা অভিযান চালাচ্ছে। তবে এ অভিযান চলছে খুব ধীরগতিতে। এর মধ্য দিয়ে এ পর্যন্ত খুব কম এলাকারই নিয়ন্ত্রণ ফিরে পেয়েছে তারা।