
হোয়াইট হাউসে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে রাশিয়ার সঙ্গে শান্তি চুক্তির কথা বলেছেন ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প জেলেনস্কিকে বলেন, দু'পক্ষের উচিত 'বিজয় দাবি' করে রক্তপাত বন্ধ করা। জেলেনস্কি জানান, ট্রাম্পের সঙ্গে বৈঠকে যুক্তরাষ্ট্রের তৈরি টমাহক ক্ষেপণাস্ত্র সরবরাহ নিয়ে আলোচনা হয়েছে। এর আগে ট্রাম্প রুশ প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে বুদাপেস্টে বৈঠকের বিষয়ে সম্মত হন।