Thank you for trying Sticky AMP!!

পুতিন বেঁচে আছেন কি না সন্দেহ জেলেনস্কির

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বেঁচে আছেন কি না, তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। গতকাল বৃহস্পতিবার সকালে সুইজারল্যান্ডের ডাভোস শহরে বিশ্ব অর্থনৈতিক ফোরামে (ডব্লিউইএফ) মূল অনুষ্ঠানের ফাঁকে এক আয়োজনে যোগ দিয়ে তিনি এ কথা বলেন। এদিকে জেলেনস্কির এমন মন্তব্যের পর ক্রেমলিন বলছে, পুতিন কিংবা রাশিয়া—কারোরই অস্তিত্ব না থাক, এটাই চান ইউক্রেনের প্রেসিডেন্ট। খবর এনডিটিভির

গতকাল সকালে ইউক্রেনিয়ান ব্রেকফাস্ট আয়োজনে অংশ নেন জেলেনস্কি। সেখানে ‘কবে শান্তি আলোচনা শুরু হবে’ এমন প্রশ্ন করা হলে তিনি এ কথা বলেন। ইতিমধ্যে জেলেনস্কির এই বক্তব্যের ভিডিও টুইটারে ছড়িয়ে পড়েছে।

জেলেনস্কি বলেন, ‘আজ আমি আসলে বুঝতে পারছি না, কার সঙ্গে কথা বলব, কোন বিষয়ে কথা বলব। আমি আসলে নিশ্চিত নই রাশিয়ার প্রেসিডেন্ট, যিনি মাঝেমধ্যে সবুজ পর্দার সামনে হাজির হন, তিনি আসল কি না। আমি বুঝতে পারি না তিনি বেঁচে আছেন কি না, তিনি সব সিদ্ধান্ত নিচ্ছেন কি না, নাকি অন্য কেউ নিচ্ছে।’

এ সময় হতাশা প্রকাশ করে ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, ‘আমার মাথায় আসে না কীভাবে আপনারা (রাশিয়া) ইউরোপের নেতাদের একটি বিষয়ে প্রতিশ্রুতি দেওয়ার পরদিনই ইউক্রেনে পুরোদমে আগ্রাসন শুরু করতে পারেন। আমি আসলে বুঝতেই পারছি না কার সঙ্গে আমরা কাজ করছি। আমরা যখন শান্তি আলোচনার কথা বলি, আমি বুঝি না কার সঙ্গে এই আলোচনা করব।’

Also Read: ইউক্রেন যুদ্ধের বিরোধিতা করা গেরাসিমভেই এখন আস্থা পুতিনের

এদিকে জেলেনস্কির এমন বক্তব্যের কয়েক ঘণ্টা পর কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ। ফক্স নিউজ তাঁকে উদ্ধৃত করে জানায়, ‘রাশিয়া ও পুতিন যে ইউক্রেন ও জেলেনস্কির জন্য বড় একটি সমস্যা, তা পরিষ্কার। আর এটাও স্পষ্ট যে জেলেনস্কি মন থেকে চান, রাশিয়া ও পুতিনের কোনো অস্তিত্ব না থাকুক। তবে যত তাড়াতাড়ি তিনি বুঝবেন রাশিয়ার অস্তিত্ব আছে এবং ভবিষ্যতেও থাকবে, একটি দেশ হিসেবে ইউক্রেনের জন্য ভালো হবে।’

Also Read: চীনকে খ্যাপানোর পথ খুঁজে বেড়ায় যুক্তরাষ্ট্র: সের্গেই লাভরভ

পুতিনের সাম্প্রতিক কর্মকাণ্ডের প্রতি ইঙ্গিত করেই হয়তো জেলেনস্কি ওই মন্তব্য করেছেন বলে মনে করা হচ্ছে। কারণ, গত কয়েক সপ্তাহে সরকারি কোনো অনুষ্ঠানে অংশ নেননি রুশ প্রেসিডেন্ট। এমনকি গত ডিসেম্বরে বার্ষিক সংবাদ সম্মেলনও বাতিল করেন তিনি।

Also Read: সি চিন পিংয়ের সঙ্গে আলোচনায় বসতে জেলেনস্কির চিঠি