স্কটল্যান্ডের প্রথম মুসলিম ফার্স্ট মিনিস্টার হামজা ইউসেফ পদত্যাগ করেছেন। দায়িত্ব গ্রহণের বছরখানেকের মাথায় পদত্যাগ করলেন তিনি। আজ সোমবার সংবাদ সম্মেলন করে পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন হামজা ইউসেফ।
স্কটিশ ন্যাশনাল পার্টির (এসএনপি) টিকিট নিয়ে ২০১১ সালে প্রথমবারের মতো স্কটল্যান্ডের পার্লামেন্টের সদস্য নির্বাচিত হয়েছিলেন হামজা ইউসেফ। বছরখানেক পর তাঁকে ইউরোপ ও আন্তর্জাতিক উন্নয়নমন্ত্রী করা হয়। চার বছর এ পদে দায়িত্ব পালন করেন তিনি।
এরপর হামজা ইউসেফ ধারাবাহিকভাবে পদোন্নতি পেতে থাকেন। ২০১৬ সালে তিনি পরিবহনমন্ত্রীর দায়িত্ব পান। এর দুই বছর পর বিচারমন্ত্রী এবং ২০২১ সালে স্বাস্থ্যমন্ত্রী হন।
২০২৩ সালে তৎকালীন ফার্স্ট মিনিস্টার নিকোলা স্টার্জেন পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন। এরপর তাঁর উত্তরসূরি হিসেবে ইউসেফকে বিবেচনা করা হয়েছিল।
জাতিগত সংখ্যালঘুদের মধ্য থেকে প্রথম ফার্স্ট মিনিস্টার নির্বাচিত হন হামজা ইউসেফ। এ ছাড়া প্রথম মুসলিম হিসেবে যুক্তরাজ্যের গুরুত্বপূর্ণ কোনো রাজনৈতিক দলের নেতৃত্ব দেন পাকিস্তানি বংশোদ্ভূত এই স্কটিশ।