ইউক্রেনের ড্রোনের আঘাতে রাশিয়ার কুরস্ক অঞ্চলে একটি পরমাণু বিদ্যুৎকেন্দ্রে আগুন ধরে যায়
ইউক্রেনের ড্রোনের আঘাতে রাশিয়ার কুরস্ক অঞ্চলে একটি পরমাণু বিদ্যুৎকেন্দ্রে আগুন ধরে যায়

ইউক্রেনের স্বাধীনতা দিবসে রাশিয়ায় পরমাণু কেন্দ্রে হামলা

ইউক্রেনের স্বাধীনতা দিবসে রাশিয়া বড় পরিসরে ড্রোন হামলার শিকার হয়েছে, পশ্চিমাঞ্চলে একটি পরমাণু বিদ্যুৎকেন্দ্রে আগুন লাগে। ১৯৯১ সালে স্বাধীনতা লাভের পর এই প্রথম এমন ঘটনা ঘটল।কানাডার প্রধানমন্ত্রী কিয়েভ সফর করেন। জেলেনস্কি ট্রাম্প, সি চিন পিং, রাজা তৃতীয় চার্লস ও পোপ চতুর্দশ লিওর প্রতি কৃতজ্ঞতা জানান। রাশিয়ার দাবি, তারা বেশ কয়েকটি ড্রোন ধ্বংস করেছে। জেলেনস্কি বলেছেন, শান্তির প্রস্তাব প্রত্যাখ্যাত হওয়ায় তারা এভাবেই জবাব দিচ্ছে।