ইতিহাসের এই দিনে: ব্রিটিশ শাসনমুক্ত হয় ভারত

বিশ্বে প্রতিদিন নানা ঘটনা-দুর্ঘটনা ঘটে। উদ্ভাবন-উন্মোচন ঘটে অনেক কিছুর। জন্ম ও মৃত্যু হয় অনেকের। রোজকার সব ঘটনা কি আমরা মনে রাখি? তবে কিছু বিষয় স্থায়ীভাবে দাগ কাটে মানুষের মনে, কিছু ঘটনা ইতিহাসের পাতায় উঠে যায়। তেমনই কিছু বিষয় নিয়ে আমাদের নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’। আজ ১৫ আগস্ট। চলুন দেখি বিশ্বে এদিন বড় বড় কী ঘটনা ঘটেছিল। ‘অন দিস ডে: আ হিস্ট্রি অব দ্য ওয়ার্ল্ড ইন ৩৬৬ ডেজ’ বই থেকে অনুবাদ করেছেন অনিন্দ্য সাইমুম।

প্রতিবছর ১৫ আগস্ট স্বাধীনতা দিবস উদ্‌যাপন করেন ভারতবাসী
ফাইল ছবি: রয়টার্স

প্রায় ২০০ বছরের ব্রিটিশ শাসনমুক্ত হয়ে ১৯৪৭ সালের ১৫ আগস্ট জন্ম নেয় স্বাধীন রাষ্ট্র ভারত। ভারতীয় উপমহাদেশ থেকে ব্রিটিশদের বিদায়ের মধ্য দিয়ে ধর্মের ভিত্তিতে দুটি স্বাধীন রাষ্ট্র পায় বিশ্ব। এর একটি হিন্দু–অধ্যুষিত ভারত, অন্যটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ পাকিস্তান। তবে ব্রিটিশদের বিদায় হঠাৎ করে হয়নি। ভারতীয় উপমহাদেশের মানুষদের প্রায় এক শতকের আন্দোলন-সংগ্রামের ফল এটা। ভারত ভাগের ক্ষত সামলাতে হয় কোটি মানুষকে। প্রতিবছর ১৫ আগস্ট স্বাধীনতা দিবস উদ্‌যাপন করেন ভারতবাসী।

দক্ষিণ কোরিয়ায় প্রথম সরকার গঠন

একসময় দক্ষিণ কোরিয়া যুক্তরাষ্ট্রের সামরিক শাসনের আওতায় ছিল। ১৯৪৮ সালের ১৫ আগস্ট এ থেকে মুক্ত হয়ে দক্ষিণ কোরিয়ায় নতুন সরকার গঠিত হয়। এটা দেশটির প্রথম নির্বাচিত সরকার। প্রেসিডেন্ট হন সিনগমান রিহ। তিনি ১৯৬০ সাল পর্যন্ত ক্ষমতায় ছিলেন।

পানামা খাল উদ্বোধন

৭৭ কিলোমিটার বা প্রায় ৪৮ মাইল দীর্ঘ পানামা খাল বিশ্ববাণিজ্যের গুরুত্বপূর্ণ একটি রুট

প্রশান্ত ও আটলান্টিক মহাসাগরকে যুক্ত করেছে পানামা খাল। ৭৭ কিলোমিটার বা প্রায় ৪৮ মাইল দীর্ঘ এই জলপথ বিশ্ববাণিজ্যের গুরুত্বপূর্ণ একটি রুট। এই খাল পণ্য পরিবহনে সময় ও খরচ—দুটোই কমিয়েছে। ১৯১৪ সালের ১৫ আগস্ট পানামা খাল জাহাজ চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। এর আগে পণ্যবাহী জাহাজগুলোকে লাতিন আমেরিকা ঘুরে চলাচল করতে হতো।

মেলিন্ডার জন্মদিন আজ

মেলিন্ডা ফ্রেঞ্চ গেটস

বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের সহপ্রতিষ্ঠাতা মেলিন্ডা ফ্রেঞ্চ গেটস। তিনি বিশ্বের অন্যতম শীর্ষ ধনী বিল গেটসের সাবেক স্ত্রী। ২০২১ সালে তাঁরা দীর্ঘ ২৭ বছরের দাম্পত্য জীবনের ইতি টেনেছেন। মেলিন্ডা স্বাস্থ্যসেবা এবং লিঙ্গবৈষম্য দূর করার কাজে নিয়োজিত। আজ মেলিন্ডার জন্মদিন। ১৯৬৪ সালে এই দিনে যুক্তরাষ্ট্রে জন্ম তাঁর।