মুম্বাইয়ে ব্ল্যাক ফাঙ্গাসে চোখ হারাচ্ছেন রোগীরা

ভারতে ব্ল্যাক ফাঙ্গাসের রোগীর পরীক্ষা চলছে
ফাইল ছবি: এএফপি

ভারতের মুম্বাইয়ে এখন ব্ল্যাক ফাঙ্গাস বা কালো ছত্রাকের আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এই ছত্রাকে সংক্রমিত রোগীদের মধ্যে অনেকে চোখ হারিয়েছেন।

কালো ছত্রাকের আক্রমণ থেকে প্রাণ বাঁচানোর জন্য সম্প্রতি বোম্বে মিউনিসিপ্যাল করপোরেশনের বিভিন্ন হাসপাতালের চিকিৎসকেরা অন্তত ৪০ জন রোগীর একটি করে চোখ বাদ দিতে বাধ্য হয়েছেন। আর ৭ জন রোগীর দুটি চোখই বাদ দিতে হয়েছে। এই সাতজন রোগীর শরীরে কালো ছত্রাক এতটাই ছড়িয়ে পড়েছিল যে তাঁদের প্রাণ বাঁচাতে দুটো চোখ বাদ দেওয়া ছাড়া চিকিৎসকদের আর কোনো উপায় ছিল না।

বোম্বে মিউনিসিপ্যাল করপোরেশনের স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, গত দুই মাসে কালো ছত্রাকে আক্রান্ত ১৬১ জন রোগী চিকিৎসার জন্য বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তাঁদের মধ্যে ১০২ জন রোগীর দুই চোখেই কালো ছত্রাক ছড়িয়ে পড়েছিল। তাঁদের মধ্যে ২২ জন রোগীর একটি চোখ ও ৭ জনের দুটি চোখ বাদ দেন চিকিৎসকেরা।

মুম্বাইয়ের কুপার হাসপাতালের এক চিকিৎসক বলেন, কালো ছত্রাকের সংক্রমণ ক্রমেই বাড়ছে। সম্প্রতি তাঁর হাসপাতালে চিকিৎসাধীন তিন রোগীর একটি করে চোখ বাদ দিতে হয়।

সায়ন হাসপাতালের পক্ষ থেকে জানানো হয়, এক মাসে এই হাসপাতালে ৭৯ জন কালো ছত্রাকে আক্রান্ত রোগী ভর্তি হন। তাঁদের মধ্যে ৫৩ জনের সার্জারি করে ৩৮ জনের চোখ বাঁচানো সম্ভব হয়েছে। ১৫ জনের একটি করে চোখ বাদ দেওয়া হয়েছে। একজনের দুটি চোখই বাদ দিতে হয়।

কেইএম হাসপাতালের চিকিৎসক শীলা করকর জানান, আগে ১০ বছরে মাত্র ১৫ জনের মতো কালো ছত্রাকে সংক্রমিত রোগী হাসপাতালে ভর্তি হতেন। কিন্তু করোনাকালে এই ধরনের রোগীর সংখ্যা বাড়ছে। গত দুই মাসে কালো ছত্রাকে আক্রান্ত শতাধিক রোগীর সন্ধান পাওয়া গেছে।