Thank you for trying Sticky AMP!!

জম্মু–কাশ্মীরে হাসপাতাল প্রাঙ্গণে গোলাগুলিতে পুলিশসহ দুজন নিহত

ভারতের কাশ্মীরের জম্মু–কাশ্মীরের কাথুয়া শহরের সরকারি মেডিকেল কলেজ হাসপাতাল প্রাঙ্গণে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে পুলিশের এক সদস্য নিহত হয়েছেন। পুলিশ জানিয়েছে, এ ঘটনায় বন্দুকধারীদের এক সদস্যও নিহত হয়েছে।

গতকাল মঙ্গলবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। মেডিকেল কলেজ প্রাঙ্গণে পুলিশের সঙ্গে বন্দুকধারীদের গুলি বিনিময়ের সময় গুরুতর আহত হন সাব-ইন্সপেক্টর (এসআই) দীপক শর্মা। তাঁর মাথায় গুলি লাগে। আহত হন আরেক পুলিশ সদস্য।

কাথুয়ায় প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য দীপককে পাঞ্জাবের পাঠানকোটে পাঠানো হয়। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, আজ বুধবার সকালে সেখানে মারা যান দীপক।

জানা গেছে, স্থানীয় অপরাধী গোষ্ঠী হিসেবে পরিচিত ‘শুনো গ্রুপের’ সদস্যদের তাড়া করেছিল পুলিশ। এ গোষ্ঠীর নেতা বাসুদেব নামে একজন। পরে তাঁরা গাড়ি নিয়ে মেডিকেল কলেজ প্রাঙ্গণে ঢুকে পড়েন। সেখানে পুলিশ তাদের ঘিরে ফেলে। এ সময় দুই পক্ষের মধ্যে গুলি বিনিময় হয়।

গোলাগুলি চলাকালে নিহত বন্দুকধারীর পরিচয় জানানো হয়নি।

নিহত পুলিশ সদস্য দীপকের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন জম্মু–কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা।

তিনি বলেন, ‘আমি দীপক শর্মার বীরত্ব ও অদম্য সাহসের প্রতি সম্মান জানাই। তাঁর সর্বোচ্চ আত্মত্যাগ আমাদের হৃদয়ে রয়ে যাবে। শহীদ দীপক শর্মার পরিবারের প্রতি গভীর সমবেদনা রইল।’