Thank you for trying Sticky AMP!!

ড্রোন হামলার জবাবে ইসরায়েলের সামরিক ঘাঁটিতে হিজবুল্লাহর রকেট হামলা

ইসরায়েলের সামরিক ঘাঁটিতে রকেট হামলা চালিয়েছে ইরান সমর্থিত লেবাননের শিয়া মুসলিম সংগঠন হিজবুল্লাহ গ্রুপ। ছবি: রয়টার্স

ইসরায়েলের উত্তরাঞ্চলে বেশকিছু ট্যাঙ্কবিধ্বংসী রকেট হামলা চালিয়েছে লেবাননের শিয়া–অধ্যুষিত সংগ্রামী সংগঠন হিজবুল্লাহ গ্রুপ। বিবিসি অনলাইনের এক প্রতিবেদনে এই তথ্য দেওয়া হয়েছে। বিবিসির প্রতিবেদনে বলা হয়, গেল সপ্তাহে বৈরুতে ইসরায়েলের ড্রোন হামলার জবাবে হিজবুল্লাহ এই হামলা চালিয়েছে। রকেট হামলার জবাবে ইসরায়েলও লেবাননের দক্ষিণাঞ্চলে হামলা চালিয়েছে।

বিবিসির প্রতিবেদনে ইসরায়েলি সেনাবাহিনীর বরাত দিয়ে বলা হয়, হিজবুল্লাহ গ্রুপ ইসরায়েলের সামরিক ঘাঁটি ও সামরিক যানে হামলা চালিয়েছে। হামলায় বেশ কজন ইসরায়েলি আহত হয়েছেন বলে হিজবুল্লাহর পক্ষ থেকে দাবি করা হয়েছে। তবে হতাহত হওয়ার কথা অস্বীকার করে ইসরায়েল বলছে, হিজবুল্লাহর রকেট হামলায় কোনো ধরনের হতাহত হওয়ার ঘটনা ঘটেনি।