Thank you for trying Sticky AMP!!

শত অভিবাসনপ্রত্যাশীকে হত্যার অভিযোগ সৌদির সীমান্তরক্ষীদের বিরুদ্ধে

ইথিওপিয়া থেকে ইয়েমেন হয়ে অভিবাসনপ্রত্যাশীরা সৌদি আরবে প্রবেশের চেষ্টা করে

ইথিওপিয়া থেকে ইয়েমেন হয়ে যেসব অভিবাসনপ্রত্যাশী সৌদি আরবে প্রবেশ করতে চেয়েছিলেন, তাঁদের ওপর বৃষ্টির মতো গুলি চালিয়েছেন দেশটির সীমান্তরক্ষীরা। গত বছর থেকে তাঁরা এমন পদক্ষেপ নিয়েছেন। এতে শত শত অভিবাসনপ্রত্যাশী মারা গেছেন। যুক্তরাষ্ট্রের নিউইয়র্কভিত্তিক মানবাধিকার প্রতিষ্ঠান হিউম্যান রাইটস ওয়াচের (এইচআরডব্লিউ) গতকাল সোমবারের একটি প্রতিবেদনে এই চিত্র উঠে এসেছে।

এ প্রসঙ্গে এক বিবৃতিতে এইচআরডব্লিউর গবেষক নাদিয়া হার্দমান বলেন, সৌদি আরবের প্রত্যন্ত অঞ্চলের সীমান্তগুলোয় দেশটির বাহিনীর সদস্যরা শত শত অভিবাসন ও আশ্রয়প্রত্যাশীকে গুলি করে হত্যা করছে। এ ঘটনা আন্তর্জাতিক মহলের নজরে আসে না। তিনি বলেন, সৌদি আরব তার ভাবমূর্তি উন্নয়নে ফুটবল ক্লাব কিনছে, ফুটবলার কিনছে, পেশাদার গলফ খেলোয়াড় কিনছে, বিনোদন খাতে বিনিয়োগ করছে। কিন্তু এসব কর্মকাণ্ডের কারণে তাদের অপরাধ চাপা পড়া উচিত নয়।

ইথিওপিয়া থেকে সৌদি আরবে যাওয়া শ্রমিকের সংখ্যা একেবারে কম নয়। দেশটির লাখো মানুষ সৌদি আরবে কাজ করেন এবং বসবাস করেন। সৌদি আরব সরকারের একটি সূত্র দাবি করেছে, ইয়েমেন–সৌদি সীমান্তে ইথিওপীয়দের গুলি করে হত্যার ক্ষেত্রে এইচআরডব্লিউ যে অভিযোগ এনেছে, তা ভিত্তিহীন এবং কোনো গ্রহণযোগ্য সূত্রের ভিত্তিতে এই প্রতিবেদন করা হয়নি।