Thank you for trying Sticky AMP!!

রেড ক্রিসেন্টের স্বাস্থ্যকর্মীরা কাবা শরিফ চত্বর থেকে অচেতন অবস্থায় এক বাংলাদেশিকে উদ্ধার করছেন

মক্কার পবিত্র মসজিদুল হারাম থেকে অচেতন বাংলাদেশিকে উদ্ধার করে শুশ্রূষা

ওমরাহ করতে গিয়ে মক্কার পবিত্র মসজিদুল হারাম (কাবা শরিফ) প্রাঙ্গণে অচেতন হয়ে পড়েছিলেন একজন বাংলাদেশি। তাঁকে উদ্ধার করে সৌদি রেড ক্রিসেন্ট কর্তৃপক্ষ। পরে রেড ক্রিসেন্টের স্বাস্থ্যকর্মীরা তাঁর পালস (হৃৎস্পন্দন) ফিরিয়ে আনেন। গত রোববার এই ঘটনা ঘটে।  

৫০ বছর বয়সী ওই বাংলাদেশিকে কাবা শরিফ চত্বরে অচেতন অবস্থায় পান রেড ক্রিসেন্ট সদস্যরা। এ সময় তাঁর শ্বাসকষ্ট হচ্ছিল। তাৎক্ষণিকভাবে কার্ডিওপালমোনারি রিসাসিটেশন (সিপিআর) পদ্ধতি ব্যবহার করে তাঁর স্বাভাবিক হৃৎস্পন্দন ফিরিয়ে আনা হয়। পরে প্রয়োজনীয় চিকিৎসাসেবার জন্য তাঁকে হারাম ইমার্জেন্সি সেন্টারে (৩) স্থানান্তর করা হয়।

সৌদি রেড ক্রিসেন্ট কর্তৃপক্ষ প্রাথমিক চিকিৎসার (ফার্স্ট এইড) গুরুত্ব সম্পর্কে হজ ও ওমরাহ যাত্রীদের শিক্ষিত করার ওপর জোর দিয়েছে। অজ্ঞান ও শ্বাসরোধ অবস্থা কীভাবে মোকাবিলা করা যায়, সে বিষয়ে অবগত করার বিষয়েও জোর দিয়েছে তারা। এ ধরনের জরুরি পরিস্থিতিতে ৯৯৭ নম্বরে ফোন করতে সবাইকে আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ।