Thank you for trying Sticky AMP!!

রাফাহ ক্রসিং পার হলেন চার শতাধিক ব্যক্তি

গাজার দক্ষিণে রাফাহ ক্রসিং অবস্থিত

রাফাহ ক্রসিং খুলে দেওয়ার পর চার শতাধিক ব্যক্তি ফিলিস্তিনের গাজা উপত্যকা ত্যাগ করেছেন।

ফিলিস্তিনের কর্মকর্তারা জানিয়েছেন, এখন পর্যন্ত রাফাহ ক্রসিং পার হওয়া ব্যক্তিদের মধ্যে ৩৩৫ জন বিদেশি পাসপোর্টধারী রয়েছেন। এ ছাড়া ৭৬ জন আহত ফিলিস্তিনি রাফাহ ক্রসিং পার হয়েছেন।

গত ৭ অক্টোবর ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত শুরুর পর গতকাল বুধবার প্রথমবারের মতো বেসামরিক ব্যক্তিদের জন্য রাফাহ ক্রসিং খুলে দেয় মিসর।

Also Read: গাজায় শরণার্থীশিবিরে দুই দিনের বোমা হামলায় নিহত ১৯৫, নিখোঁজ শতাধিক

গাজার দক্ষিণে রাফাহ ক্রসিং অবস্থিত। গাজা ও মিসরের মধ্যকার একমাত্র সীমান্ত পারাপার পয়েন্ট রাফাহ ক্রসিং। ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত শুরুর পর রাফাহ ক্রসিং বন্ধ করে দিয়েছিল মিসর।

এখন রাফাহ ক্রসিং খুলে দেওয়ার পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন বিশ্বনেতারা।
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, ব্যাপক ও জরুরি কূটনৈতিক প্রচেষ্টার ফল এই ক্রসিং খুলে দেওয়া।

কর্মকর্তাদের তথ্যমতে, রাফাহ ক্রসিং পার হওয়া বিদেশিদের মধ্যে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের পাসপোর্টধারী ব্যক্তিরা আছেন।

অস্ট্রেলিয়ার সরকার বলেছে, দেশটির ২০ নাগরিক ইতিমধ্যে রাফাহ ক্রসিং দিয়ে গাজা ছেড়েছেন। অস্ট্রেলিয়ার ৬৫ জন নাগরিক এখনো গাজায় রয়েছেন বলে সরকারের কাছে তথ্য আছে।

Also Read: খুলেছে রাফাহ ক্রসিং, প্রথমবারের মতো গাজা ছাড়ছেন লোকজন

আন্তর্জাতিক চিকিৎসা-মানবিক সংস্থা ডক্টরস উইদাউট বর্ডারস (এমএসএফ) জানিয়েছে, তাদের ২২ জন কর্মী গতকাল গাজা ত্যাগ করতে সক্ষম হয়েছেন।

৭ অক্টোবর ইসরায়েলে হামলা চালায় গাজাভিত্তিক ফিলিস্তিনি মুক্তিকামী সশস্ত্র সংগঠন হামাস। হামলায় ইসরায়েলে ১ হাজার ৪০৫ জন নিহত হন। এ ছাড়া দুই শতাধিক ব্যক্তিকে ইসরায়েল থেকে ধরে গাজায় নিয়ে জিম্মি করে রেখেছে হামাস।

৭ অক্টোবর থেকে গাজাকে অবরুদ্ধ করে নির্বিচার বোমা হামলা চালিয়ে আসছে ইসরায়েল। গাজায় স্থল অভিযানও চালাচ্ছে ইসরায়েল। ২৬ দিন ধরে গাজায় ইসরায়েলি হামলায় ৮ হাজার ৭০০ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন।