Thank you for trying Sticky AMP!!

ফিলিস্তিনে ইসরায়েলের অভিযান, চলছে প্রতিবাদও

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি হামলা শুরুর সাড়ে পাঁচ মাস পেরিয়েছে। এখনো স্থল ও আকাশপথে নির্বিচার হামলা চলছে। ইসরায়েলি বাহিনী সশস্ত্র অভিযান চালাচ্ছে ফিলিস্তিনের পশ্চিম তীরেও। এমনই এক সামরিক অভিযান আর যুদ্ধবিরোধী প্রতিবাদে তোলা ছবি নিয়ে এই আয়োজন—

স্থল অভিযানের জন্য অবস্থান নিয়েছেন ইসরায়েলি সেনারা। অধিকৃত পশ্চিম তীরের তুবাসে, ৩০ মার্চ
সামরিক যান নিয়ে অভিযানে নেমেছেন ইসরায়েলি সেনারা। অধিকৃত পশ্চিম তীরের তুবাসে, ৩০ মার্চ
স্থল অভিযানের সময় ইসরায়েলি সামরিক যানের পাশে ফিলিস্তিন রেড ক্রিসেন্টের একটি অ্যাম্বুলেন্স। অধিকৃত পশ্চিম তীরের তুবাসে, ৩০ মার্চ
চলছে ইসরায়েলের সামরিক অভিযান। সড়কে অবস্থান নিয়েছে ইসরায়েলের একটি সামরিক যান। অধিকৃত পশ্চিম তীরের তুবাসে, ৩০ মার্চ
স্থল অভিযানের সময় সড়কে অস্ত্র হাতে এক ইসরায়েলি সেনা। অধিকৃত পশ্চিম তীরের তুবাসে, ৩০ মার্চ
ফিলিস্তিনিদের সমর্থনে যুদ্ধবিরোধী প্রতিবাদে অংশ নিয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ছবিতে আগুন দিচ্ছেন এক নারী। ইসরায়েলি দূতাবাসের সামনে, মেক্সিকো সিটি, মেক্সিকো, ২৯ মার্চ
হামাসের হাতে ৭ অক্টোবর জিম্মি হওয়া ইসরায়েলিদের ছবি দিয়ে বানানো পোস্টার সড়কের ধারে সাঁটানো হয়েছে। সেসব পোস্টারের সামনে দিয়ে হেঁটে যাচ্ছেন এক নারী। ইসরায়েলের তেল আবিবে, ৩০ মার্চ