
নানা নাটকীয়তার পর অবশেষে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ও দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে স্থানান্তর করা হয়েছে।
গত মঙ্গলবার ইমরান খানকে ‘কুখ্যাত’ অ্যাটক কারাগার থেকে আদিয়ালায় স্থানান্তর করা হয়। সাবেক এই প্রধানমন্ত্রীর আবেদন মঞ্জুর করে আগের দিন ইসলামাবাদ হাইকোর্ট তাঁকে আদিয়ালা কারাগারে স্থানান্তরে আদেশ দিয়েছিলেন।
কড়া নিরাপত্তার মধ্য দিয়ে পিটিআই চেয়ারম্যানকে আদিয়ালা কারাগারে নেওয়া হয়। মোট ১৮টি গাড়ির বহরটিতে ইসলামাবাদ পুলিশের ১৫টি গাড়ির পাশাপাশি দুটি সাঁজোয়া যানও ছিল।
বিচারাধীন মামলার একজন বন্দীকে অ্যাটক কারাগারে রাখায় আগের দিন বিরক্তি প্রকাশ করেন ইসলামাবাদ হাইকোর্টের প্রধান বিচারপতি। একই সঙ্গে তাঁকে আদিয়ালা কারাগারে স্থানান্তর করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেন।
রাষ্ট্রীয় উপহার কেনাবেচায় দুর্নীতির অভিযোগে গত ৫ আগস্ট সাবেক এই প্রধানমন্ত্রীকে তিন বছরের কারাদণ্ড দেন ইসলামাবাদের একটি জেলা ও দায়রা আদালত। ওই দিনই তাঁকে অ্যাটক কারাগারে নেওয়া হয়। তোশাখানা মামলা নামে পরিচিত এ মামলায় ২৯ আগস্ট ইমরান খানের সাজা স্থগিত করেন ইসলামাবাদ হাইকোর্ট। কিন্তু কূটনৈতিক তারবার্তা ফাঁসের মামলায় রিমান্ড চলতে থাকায় তাঁকে কারাগারেই থাকতে হচ্ছে।
এদিকে গতকাল বুধবার পাকিস্তান মুসলিম লিগ, নওয়াজের (পিএমএল-এন) নেতা মিফতাহ ইসমাইল বলেছেন, সাম্প্রতিক সব কটি জরিপে জনপ্রিয়তায় নিজের প্রতিদ্বন্দ্বীদের চেয়ে এগিয়ে আছেন পিটিআই চেয়ারম্যান।