মৌলভীবাজার ডিস্ট্রিক্ট সোসাইটির সভাপতি তজমুল, সম্পাদক জাবেদ

সভাপতি তজমুল ও সাধারণ সম্পাদক জাবেদ
সভাপতি তজমুল ও সাধারণ সম্পাদক জাবেদ

মৌলভীবাজার ডিস্ট্রিক্ট সোসাইটি অব ইউএসএ ইন্‌ক-এর নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন তজমুল হোসেন ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মোহাম্মদ জাবেদ উদ্দিন।

৪ অক্টোবর এস্টোরিয়ার একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত মৌলভীবাজার ডিস্ট্রিক্ট সোসাইটির (২০২০-২৩) কার্যকরী পরিষদের নির্বাচনে প্রতিটি পদে একাধিক প্রার্থী না থাকায় নির্বাচন কমিশন সবাইকে নির্বাচিত ঘোষণা করেন।

নির্বাচিত কার্যকরী পরিষদের অন্য সদস্যরা হলেন—সহসভাপতি সৈয়দ রুহুল আলী ও সৈয়দ আবুল কাসেম, সহসাধারণ সম্পাদক নিখিল দেবনাথ, কোষাধ্যক্ষ এমদাদ রহমান তরফদার, সাংগঠনিক সম্পাদক তারেক আহমদ, প্রচার সম্পাদক সৈয়দ ফাহিম, সমাজকল্যাণ সম্পাদক হেলাল আহমদ, শিক্ষা সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক নিজাম উদ্দিন, ক্রীড়া সম্পাদক জাবেদ আহমদ ও মহিলা বিষয়ক সম্পাদক হাদিছা বেগম।

কার্যনির্বাহী সদস্যরা হলেন—আমিনুর রহমান, আহমেদ কাওছার, সুরঞ্জিত পাল, মোহাম্মদ রিপন মিয়া, মোমিত চৌধুরী, এম ডি আহমেদ ও জাহাঙ্গীর আলম।

মৌলভীবাজার ডিস্ট্রিক্ট সোসাইটির কার্যকরী পরিষদের নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন সিরাজ উদ্দিন আহমদ। নির্বাচন কমিশনের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন মিছবা মজিদ, সৈয়দ সিদ্দিকুল হাসান, দারাদ আহমদ, শ্যামল পাল ও রফিকুল বারি।