Thank you for trying Sticky AMP!!

ট্রাম্প টয়লেটে কী নথি ফ্লাশ করতেন

প্রেসিডেন্ট থাকাকালে ডোনাল্ড ট্রাম্প মাঝেমধ্যেই টয়লেটে কাগজপত্র ফ্লাশ করতেন

ডোনাল্ড ট্রাম্প যখন হোয়াইট হাউসে ছিলেন, তখনকার সময়ের কিছু নতুন ছবি প্রকাশিত হয়েছে। ছবিগুলো দুটি ঘটনার। উভয় ক্ষেত্রেই প্রতীয়মান হয়, ট্রাম্প টয়লেটে নথি ফ্লাশ করেছেন। আজ মঙ্গলবার সিএনএন অনলাইনের প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।

নিউইয়র্ক টাইমসের প্রতিবেদক ও সিএনএনের প্রদায়ক ম্যাগি হ্যাবারম্যান তাঁর প্রকাশিতব্য ‘কনফিডেন্স ম্যান’ নামের বইয়ে নতুন ছবিগুলো প্রকাশ করতে যাচ্ছেন। ছবিগুলো মার্কিন সংবাদ ওয়েবসাইট অ্যাক্সিওস প্রকাশ করেছে।

ট্রাম্প প্রেসিডেন্টের রেকর্ড সংরক্ষণ আইন কীভাবে লঙ্ঘন করেছেন, সে বিষয়ে আগে প্রতিবেদন প্রকাশ করে সিএনএন। তিনি প্রায়ই নথি, খসড়া, মেমো প্রভৃতি পড়ার পর ছিঁড়ে ফেলতেন।

Also Read: ট্রাম্পের ফ্লোরিডার বাসায় এফবিআইয়ের তল্লাশি

গতকাল ট্রাম্পের ফ্লোরিডার বাসায় তল্লাশি অভিযান চালিয়েছে দেশটির কেন্দ্রীয় তদন্ত সংস্থা (এফবিআই)। এ তল্লাশি অভিযান প্রেসিডেন্ট থাকাকালে ট্রাম্পের দাপ্তরিক কাগজপত্র ব্যবস্থাপনাসংক্রান্ত তদন্তের সঙ্গে সংশ্লিষ্ট বলে জানা যায়।

সিএনএন বলছে, ট্রাম্প মাঝেমধ্যেই হোয়াইট হাউসের বাসভবনের টয়লেটে কাগজপত্র ফ্লাশ করতেন। ময়লা জমে টয়লেট আটকে গেলে তা ঠিক করার জন্য লোক ডাকলেই কেবল বিষয়টি ধরা পড়ত।

ট্রাম্প তাঁর বিরুদ্ধে তোলা অভিযোগ অস্বীকার করেছেন। গতকাল সোমবার এক বিবৃতিতে তাঁর এক মুখপাত্র দাবি করেছেন, ট্রাম্পের সম্পর্কে যা বলা হচ্ছে, তা বানোয়াট।

টয়লেটে ফ্লাশ করা নথির যে ছবি প্রকাশিত হয়েছে, তা কিসের, সেটি স্পষ্ট নয়। সেগুলো কে লিখেছেন, তা নিশ্চিত নয়। তবে সেগুলো কালো মার্কারে লেখা। এ লেখা ট্রাম্পের বলে মনে হয়।

হ্যাবারম্যান বলেন, একটি ছবি হোয়াইট হাউসের টয়লেটের; অন্যটি ট্রাম্পের বিদেশ সফরকালের। ছবিগুলো তাঁকে হোয়াইট হাউসের একটি সূত্র সরবরাহ করে।

হ্যাবারম্যান সিএনএনকে বলেন, ‘কে জানে এই কাগজ কিসের ছিল? এটা শুধু তিনিই (ট্রাম্প) জানবেন। আর জানবেন সম্ভবত তিনি, যিনি এটি নিয়ে কাজ করেছেন।’