Thank you for trying Sticky AMP!!

যুক্তরাষ্ট্রে নিযুক্ত চীনের রাষ্ট্রদূতকে তলব

কিন গ্যাং

তাইওয়ানকে ঘিরে চীনের সামরিক মহড়ার পরিপ্রেক্ষিতে যুক্তরাষ্ট্রে নিযুক্ত চীনের রাষ্ট্রদূতকে তলব করেছে হোয়াইট হাউস। স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার তাঁকে ডাকা হয় বলে ওয়াশিংটন পোস্টের খবরে বলা হয়। খবর বিবিসির

গণমাধ্যমকে দেওয়া হোয়াইট হাউসের বিবৃতিতে মুখপাত্র জন কিরবি বলেন, ‘রাতভর চীনের মহড়ার পর, চায়নার (পিপলস রিপাবলিক অব চায়না) রাষ্ট্রদূত কিন গ্যাংকে হোয়াইট হাউসে ডেকে পাঠানো হয়েছে। তাদের উসকানিমূলক কর্মকাণ্ডের বিষয়ে তাঁকে ব্যাখ্যা জানাতে এ তলব করা হয়।’

এই ব্যাখ্যা চাওয়া হলো কূটনৈতিক উপায়ে একধরনের প্রতিবাদ জানানো।

কিরবি বিবৃতিতে আরও জানিয়েছেন, বাইডেন প্রশাসন চীনের এই সামরিক মহড়ার নিন্দা জানিয়েছে। ‘যা দায়িত্বজ্ঞানহীন এবং তাইওয়ান প্রণালিজুড়ে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার জন্য আমাদের দীর্ঘস্থায়ী লক্ষ্যের সঙ্গে সাংঘর্ষিক।’

নাম প্রকাশে অনিচ্ছুক হোয়াইট হাউসের একজন কর্মকর্তা ওয়াশিংটন পোস্টকে বলেন, কার্ট ক্যাম্পবেলে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের এশিয়া জার এবং কিনের মধ্যে গতকাল বৃহস্পতিবার বৈঠকটি হয়।

তাইওয়ান প্রণালির কাছে চীনের বিমান মহড়া

তাইওয়ান সফরের জেরে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি ও তাঁর পরিবারের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে চীন। এরপরই যুক্তরাষ্ট্রের এই বৈঠকের কথা জানা যায়।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, পেলোসি এই সফরের মধ্য দিয়ে চীনের অভ্যন্তরীণ বিষয়ে মারাত্মক হস্তক্ষেপ এবং চীনের সার্বভৌমত্ব ও ভূখণ্ডগত অখণ্ডতাকে গুরুতরভাবে ক্ষুণ্ন করেছেন।

গত মঙ্গলবার রাতে তাইওয়ানে পৌঁছান পেলোসি। পেলোসির এই সফর ঘিরে ওয়াশিংটন ও বেইজিংয়ের মধ্যে উত্তেজনা চলছে। এ জন্য ‘কঠিন পরিণতি’ ভোগ করতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছিল চীন। বর্তমানে এশিয়া সফরের শেষ পর্যায়ে জাপানে রয়েছেন পেলোসি। আজ তিনি বলেন, তাইওয়ানকে বিচ্ছিন্ন করে ফেলার সুযোগ চীনকে দেবে না যুক্তরাষ্ট্র।

পেলোসির সফরের প্রতিক্রিয়ায় গতকাল বৃহস্পতিবার থেকে সামরিক মহড়া শুরু করেছে চীন। আগামী রোববার দুপুর পর্যন্ত চীনের ছয়টি অঞ্চলে এই মহড়া চলবে। এতে দৃশ্যত অবরুদ্ধ হয়ে পড়েছে তাইওয়ান।

Also Read: পেলোসির ওপর নিষেধাজ্ঞা চীনের