
দ্বিতীয় স্বামীর সঙ্গে বিচ্ছেদের আবেদন করেছেন বিশ্বের অন্যতম ধনী নারী ম্যাকেঞ্জি স্কট। খবর দ্য নিউইয়র্ক টাইমস।
ম্যাকেঞ্জির দ্বিতীয় স্বামীর নাম ড্যান জেউইট। তিনি বিজ্ঞানের সাবেক শিক্ষক। তাঁর সঙ্গে বিচ্ছেদ চেয়ে ম্যাকেঞ্জি গত মঙ্গলবার যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনের কিং কাউন্টি সুপিরিয়র কোর্টে আবেদন করেছেন।
ম্যাকেঞ্জির প্রথম স্বামীর নাম জেফ বেজোস। বিশ্বের অন্যতম এই ধনী ই-কমার্স জায়ান্ট আমাজনের প্রতিষ্ঠাতা। ২০১৯ সালে বেজোসের সঙ্গে ম্যাকেঞ্জির বিচ্ছেদ হয়। এর মধ্য দিয়ে তাঁদের ২৫ বছরের দাম্পত্য জীবনের অবসান ঘটে। বিচ্ছেদের পর বেজোসের কাছ থেকে পাওয়া সম্পদের সুবাদে ম্যাকেঞ্জি বিশ্বের অন্যতম ধনীর কাতারে চলে আসেন।
২০২১ সালের মার্চে ড্যান-ম্যাকেঞ্জির বিয়ের ঘোষণা আসে। বিয়ের দুই বছরেরও কম সময়ের মধ্যে তাঁদের বিচ্ছেদ হতে যাচ্ছে।
আদালতের নথিপত্র বলছে, ম্যাকেঞ্জির করা বিবাহবিচ্ছেদের আবেদনে বিরোধিতা করেননি ড্যান। বিচ্ছেদের পর কীভাবে সম্পত্তি ভাগ হবে, সে বিষয়ে এই দম্পতির মধ্যে একটি চুক্তি হয়েছে। তবে চুক্তির শর্ত প্রকাশ করা হয়নি।
ম্যাকেঞ্জি একজন লেখক ও প্রভাবশালী সমাজসেবী। তাঁর সম্পদের পরিমাণ ২৮ দশমিক ৯ বিলিয়ন ডলার।