বঙ্গভবনে রওশন
জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক ও সংসদে বিরোধীদলীয় নেতা বেগম রওশন এরশাদ জাতীয় পার্টির পাঁচজন নেতাকে নিয়ে বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করতে যান।
জাতীয় পার্টির সাবেক মহাসচিব এবং সংসদে বিরোধীদলীয় চিফ হুইপ মসিউর রহমান রাঙা বঙ্গভবন থেকে বেরিয়ে প্রথম আলোকে বলেন, রওশন এরশাদ যথাসময়ে নির্বাচনের পক্ষে মত দিয়েছেন। তবে আয়কর বিবরণী দাখিলের কারণে মনোনয়নপত্র জমার সময়সীমা ৩০ নভেম্বর থেকে কিছুটা পিছিয়ে দেওয়ার কথা বলেছেন।
মসিউর রহমান আরও বলেন, রওশন এরশাদ সম্ভব হলে সব দলের সঙ্গে আলোচনার বিষয়টি রাষ্ট্রপতির কাছে তুলেছেন। রাষ্ট্রপতি বলেছেন, তিনি বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলবেন।
অবশ্য জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক বলেছেন, রওশন এরশাদ কী বললেন, সেটা তাঁরা আমলে নিচ্ছেন না। তাঁর দল নির্বাচনে যাওয়া অথবা না যাওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেয়নি।
জামায়াতের নিবন্ধন বাতিলই থাকছে
রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামীকে দেওয়া নিবন্ধন অবৈধ বলে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে করা আপিল খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ।
আপিলকারী পক্ষে কোনো আইনজীবী না থাকায় প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন আপিল বিভাগ আজ দুপুরে এ আদেশ দেন।
২০১৮ সালের ৭ ডিসেম্বর বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিল করে প্রজ্ঞাপন জারি করে নির্বাচন কমিশন (ইসি)।
দুই মন্ত্রীর বক্তব্য
পররাষ্ট্র মন্ত্রী এ কে আব্দুল মোমেন ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম আজ আলাদাভাবে কূটনীতিকদের নিয়ে মন্তব্য করেছেন।
আব্দুল মোমেন তাঁর দপ্তরে স্কটল্যান্ডের পার্লামেন্টের এক প্রতিনিধিদলের সঙ্গে সৌজন্য সাক্ষাতের পর সাংবাদিকদের প্রশ্নের উত্তরে যেসব বিদেশি নির্বাচন নিয়ে কথাবার্তা বলেন, তাদের দ্য অ্যাম্বাসেডর পার্টি বা অন্য কিছু নামে রাজনৈতিক দল গঠনের পরামর্শ দেন।
রাজধানীর জাতীয় প্রেসক্লাবে ‘গণতন্ত্র ও নির্বাচন: দক্ষিণ এশিয়ান প্রেক্ষাপট’ শীর্ষক এক সেমিনারে শাহরিয়ার আলম বলেন, ‘আমাদের অভ্যন্তরীণ বিষয় নিয়ে এখনো অনেকে বলার চেষ্টা করেন। তবে নির্বাচনের আগে এমন কিছু হবে না—এমন একটা পরিস্থিতি তৈরি করতে পেরেছি বলে বিশ্বাস করি।’
তিন মন্ত্রীর পদত্যাগ
সরকারের মন্ত্রিসভার তিনজন টেকনোক্র্যাট (সংসদ সদস্য নন এমন) মন্ত্রী ও প্রতিমন্ত্রী পদত্যাগপত্র জমা দিয়েছেন। সংসদ সদস্য নন প্রধানমন্ত্রীর এমন উপদেষ্টারাও পদত্যাগ করেছেন।
পদত্যাগ করা মন্ত্রীরা হলেন বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান, ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার এবং পরিকল্পনা প্রতিমন্ত্রী শামসুল আলম।
প্রধানমন্ত্রীর অর্থনীতিবিষয়ক উপদেষ্টা মসিউর রহমান প্রথম আলোকে বলেন, ‘আমি পদত্যাগপত্র জমা দিয়েছি। মন্ত্রিপরিষদ ও উপদেষ্টা পরিষদের সদস্যদের মধ্যে যাঁরা সংসদ সদস্য নন, তাঁদের পদত্যাগ করতে বলা হয়েছে।’
আওয়ামী লীগ কার্যালয় সরগরম
আগামী জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থী ঠিক করতে শনিবার থেকে দলীয় মনোনয়ন ফরম করছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। দুই দিনে দলটি ২ হাজার ২৮৬টি ফরম বিক্রি করেছে। এতে আয় হয়েছে ১১ কোটি ৪৩ লাখ টাকা।
আজ ১ হাজার ২১২টি মনোনয়ন ফরম বিক্রি হয়েছে। আগের দিন শনিবার ফরম বিক্রি হয়েছে ১ হাজার ৭৪টি।
ফরম বিক্রি করা উপলক্ষে আওয়ামী লীগ কার্যালয় ছিল সরগরম।
বিপরীতে বিএনপি কার্যালয়ে আজও ছিল তালা। গত ২৮ অক্টোবর সহিংসতার পর পুলিশের অভিযানে বিএনপির মহাসমাবেশ পণ্ড হয়ে যায়। এরপর থেকে দলের কার্যালয়ে তালা ঝুলছে। নেতাদের অনেকে কারাগারে। বাকিরা আত্মগোপনে।
আগামীকাল কী
প্রিয় পাঠক, রাজনীতির খবর জানতে চোখ রাখুন প্রথম আলো অনলাইনে। আগামীকাল সোমবার ঢাকা মহানগর দায়রা জজ আদালতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জামিন শুনানির কথা রয়েছে।