১৫ মাসে পিসিবিতে পঞ্চম চেয়ারম্যান

পিসিবির নবনির্বাচিত চেয়ারম্যান সৈয়দ মহসিন রাজা নাকভিএক্স

পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান পদটা যেন সবচেয়ে ক্ষণস্থায়ী চাকরিগুলোর একটি হয়ে উঠেছে। নয়তো কি আর গত ১৫ মাসেরও কম সময়ে পূর্ণকালীন এবং অন্তর্বর্তীকালীন মিলিয়ে পাঁচ–পাঁচজন চেয়ারম্যান দেখা যায়!

সর্বশেষ গত ২৪ জানুয়ারি পাকিস্তান সুপ্রিম কোর্টের আইনজীবী শাহ খাওয়ার অন্তর্বর্তীকালীন চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছিলেন। দুই সপ্তাহ না পেরোতেই পাকিস্তান ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি পেল স্থায়ী চেয়ারম্যান। নতুন চেয়ারম্যান হয়েছেন সৈয়দ মহসিন রাজা নাকভি, বর্তমানে যিনি দেশটির পাঞ্জাব প্রদেশের তত্ত্বাবধায়ক মুখ্যমন্ত্রীর হিসেবেও দায়িত্ব পালন করছেন।

আজ লাহোরে অন্তর্বর্তীকালীন চেয়ারম্যান শাহ খাওয়ার পিসিবি পরিচালনা পর্ষদের সদস্যদের নিয়ে বিশেষ সভার ডাক দিয়েছিলেন। সেখানে সৈয়দ মহসিন রাজা নাকভি সর্বসম্মতিক্রমে এবং বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন বলে নিজেদের ওয়েবসাইটে জানিয়েছে পিসিবি। বোর্ডের ৩৭তম চেয়ারম্যান হিসেবে আজ থেকে আগামী তিন বছর দায়িত্ব পালন করবেন নাকভি।

পিসিবি চেয়ারম্যানের দায়িত্ব পাওয়ার পর বোর্ডের বিজ্ঞপ্তিতে নাকভি বলেছেন, ‘সর্বসম্মতিক্রমে পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় আমি সত্যিই সম্মানিত বোধ করছি। আমার ওপর আস্থা রাখায় সবার প্রতি কৃতজ্ঞ। আমি পাকিস্তানের খেলার মান উন্নত করতে এবং দেশের ক্রিকেট প্রশাসনে পেশাদারত্ব আনতে পুরোপুরি প্রতিশ্রুতিবদ্ধ।’

আরও পড়ুন

রাজনীতির পাশাপাশি মিডিয়াতেও নাকভির প্রভাব রয়েছে। যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম সিএএনে প্রশিক্ষণ নিয়েছেন ৪৫ বছর বয়সী নাকভি। পাকিস্তানের সংবাদভিত্তিক টিভি চ্যানেল ২৪ ডিজিটাল তাঁরই মালিকানাধীন।

২০২২ সালের ডিসেম্বরে রমিজ রাজাকে সরিয়ে দেওয়ার পর থেকে নির্বাচিত চেয়ারম্যান ছাড়াই চলছিল পিসিবি। ইমরান খান প্রধানমন্ত্রী থাকাকালে রমিজকে পিসিবির শীর্ষ পদে বসিয়েছিলেন। ইমরানের প্রধানমন্ত্রিত্ব চলে যাওয়ার পর তাঁর অনুসারী রমিজকেও সরে যেতে হয়। পাকিস্তানের সাবেক অধিনায়ক রমিজ পদ ছাড়তে বাধ্য হলে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্বে আসেন নাজাম শেঠি

মিডিয়াতেও মহসিন নাকভির প্রভাব রয়েছে
লিংকডইন

গত বছরের ২১ জুন শেঠির নেতৃত্বাধীন কমিটির মেয়াদ শেষ হয়। এর এক দিন আগে শেঠি সামাজিক যোগাযোগমাধ্যমে জানান, পরবর্তী বোর্ড চেয়ারম্যান হওয়ার দৌড়ে থাকার ইচ্ছা নেই তাঁর।

আরও পড়ুন

এরপর দায়িত্বে আসেন জাকা আশরাফ। পাকিস্তান সরকার পিসিবির চেয়ারম্যান পদে নির্বাচন আয়োজনের জন্য ৪ ফেব্রুয়ারি পর্যন্ত আশরাফকে সময় বেঁধে দিয়েছিল। কিন্তু সময়সীমা শেষ হওয়ার আগেই তিনি পদত্যাগ করেন।

আশরাফের সময়ে পাকিস্তান ক্রিকেট দলের পারফরম্যান্স সন্তোষজনক ছিল না। গত অক্টোবর-নভেম্বরে ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপে পাকিস্তান দল প্রথম পর্ব থেকেই ছিটকে পড়ে। গত সেপ্টেম্বরে অনুষ্ঠিত এশিয়া কাপের ফাইনালেও উঠতে পারেনি পাকিস্তান। বাদ পড়েছিল সুপার ফোর থেকে।

জাকা আশরাফের সময়ে পাকিস্তান ক্রিকেটে ব্যাপক রদবদল হয়েছে
পিসিবি

আশরাফের অধীনে গত কয়েক মাসে পাকিস্তান ক্রিকেটে অনেক রদবদলও হয়েছে। এশিয়া কাপ ও বিশ্বকাপ ব্যর্থতায় তিন সংস্করণের অধিনায়কত্ব ছাড়েন বাবর আজম। টেস্টের নেতৃত্ব দেওয়া হয় শান মাসুদকে। টি-টোয়েন্টির নেতৃত্ব পান শাহিন শাহ আফ্রিদি।