সকালেই পড়ুন আলোচিত ৫ খবর

শুভ সকাল। আজ ১৬ জুন, সোমবার। গতকাল রোববার প্রথম আলোর অনেক আলোচিত সংবাদ হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। তাই আজ দিনের শুরুতেই পড়তে পারেন দেশ-বিদেশের আলোচিত পাঁচ খবর ও বিশ্লেষণ।

নির্বাচনের আগেই পাঁচ ব্যাংক এক হবে: গভর্নর

বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর
ফাইল ছবি প্রথম আলো

বেসরকারি খাতের পাঁচ ইসলামী ব্যাংককে একীভূত (মার্জার) করার প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। তিনি বলেন, ‘নির্বাচনের সঙ্গে এই একীভূতকরণের কোনো সম্পর্ক নেই। এটি একটি চলমান প্রক্রিয়া। আমরা আশা করি, আগামী সরকারও এ প্রক্রিয়াকে এগিয়ে নেবে। তবে নির্বাচন পর্যন্ত অপেক্ষা না করে আগামী কয়েক মাসের মধ্যেই পাঁচটি ইসলামী ব্যাংক একীভূত হবে।’
বিস্তারিত পড়ুন...

লন্ডনের ‘সমঝোতা’ বিশদভাবে জানা–বোঝার চেষ্টায় এনসিপি

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একান্ত আলোচনায় কী কী বিষয়ে সমঝোতা হলো, তা বিশদভাবে জানা ও বোঝার চেষ্টা করছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দুজনের একান্ত আলোচনায় কোন কোন বিষয়ে কী কথা হয়েছে, সে সম্পর্কে জনগণকে বিস্তারিত জানানো উচিত বলেও মনে করে দলটি।
বিস্তারিত পড়ুন...

ইউনূস-তারেক সফল বৈঠকে স্বপ্নভঙ্গ হলো যাদের

প্রধান উপদেষ্টার সঙ্গে করমর্দন করছেন তারেক রহমান। লন্ডনের হোটেল ডরচেস্টারে


প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ১ ঘণ্টা ২০ মিনিটের বৈঠক দেশের রাজনীতির মোড় অনেকটাই  ঘুরিয়ে দিয়েছে। নানা অনিশ্চয়তা, শঙ্কা, গুজব রাজনীতিকে ঘিরে ধরেছিল। একধরনের অনাস্থার পরিস্থিতি সৃষ্টি হয়েছিল। এ বৈঠক অনিশ্চয়তা, শঙ্কার কালো মেঘ সরিয়ে দিয়ে রাজনীতিতে আস্থার পরিবেশ সৃষ্টি করবে বলে আশা করা যায়।
বিস্তারিত পড়ুন...

ইরানের ক্ষেপণাস্ত্রে ইসরায়েলে ব্যাপক ক্ষয়ক্ষতি হলেও প্রাণহানি কম যে কারণে

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের রেহোভত এলাকায় বিধ্বস্ত ভবন

ইরানে নজিরবিহীন ইসরায়েলি হামলার পর পাল্টা জবাব দিচ্ছে তেহরান। হামলার তীব্রতাও বাড়ছে। তবে যুদ্ধ পরিস্থিতি মোকাবিলার লক্ষ্যে পরিকল্পিতভাবে ঘরবাড়ি ও স্থাপনা নির্মাণ এবং আগাম সতর্কতার কারণে ইসরায়েলে প্রাণহানি কম হচ্ছে। এ ক্ষেত্রে কার্যকর ভূমিকা পালন করছে ইসরায়েলের সামরিক বাহিনীর ‘হোম ফ্রন্ট কমান্ড অ্যাপ’।
বিস্তারিত পড়ুন...

‘চোকার্স’ শব্দটা আর শুনতে চায় না দক্ষিণ আফ্রিকা

২৭ বছর পর আইসিসি টুর্নামেন্ট জিতেছে দক্ষিণ আফ্রিকা।

এইডেন মার্করাম আর টেম্বা বাভুমাকে কাবু করতে না পারা অস্ট্রেলিয়ান খেলোয়াড়েরা দক্ষিণ আফ্রিকার দুই ব্যাটসম্যানকে মনে করিয়ে দেন ‘তোমরা চোকার্স’, বাকি কয় রান তোলার আগেই অলআউট হয়ে যাবে। সৌভাগ্যবশত শেষ পর্যন্ত তা হয়নি।
বিস্তারিত পড়ুন...