Thank you for trying Sticky AMP!!

একুশে বইমেলার সময় বাড়ল

অমর একুশে বইমেলা

অমর একুশে বইমেলার সময় বাড়িয়ে আগামী ১৭ মার্চ পর্যন্ত করা হয়েছে। সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ বইমেলার সময় বাড়ানোর কথা জানান।

আজ রোববার সংস্কৃতি মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা ফয়সল হাসান প্রথম আলোকে এ সিদ্ধান্তের কথা জানান।

করোনার অতি সংক্রামক ধরন অমিক্রনের প্রভাবে অমর একুশে বইমেলা ফেব্রুয়ারির শুরুতে না হয়ে ১৫ থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে বলে জানানো হয়েছিল। তবে করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে মেলার সময় বাড়ানোর কথাও তখন বলা হয়।

এবারের মেলার মূল প্রতিপাদ্য ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তী’। ১৭ মার্চ বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী এবং জাতীয় শিশু দিবস। এবার সেই দিনেই বইমেলা শেষ হবে।