ঘুমে ঢুলতে ঢুলতে ট্রাক থেকে পড়ে মৃত্যু

রাজধানীর শুক্রাবাদে ট্রাকের ছাদ থেকে পড়ে এক গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। তাঁর নাম বাশেদ আলী (৩২)। গতকাল সোমবার দিবাগত রাত দুইটার দিকে এ ঘটনা ঘটে। প্রথম আলোকে এই তথ্য নিশ্চিত করেন শেরেবাংলা নগর থানার উপপরিদর্শক (এসআই) মতিউর রহমান।

বাশেদের গ্রামের বাড়ি চাঁপাইনবাবগঞ্জের সদর থানার মনশেফপুর গ্রামে। তাঁর বাবার নাম মফিজ উদ্দিন। তাঁর দুই মেয়ে, এক ছেলে। পরিবার নিয়ে তিনি গ্রামে থাকতেন।
এসআই মতিউর রহমান জানান, চাঁপাইনবাবগঞ্জের বাশেদ আলীসহ তাঁর গ্রামের কয়েকজন ট্রাকে করে গরু নিয়ে চট্টগ্রামে যাচ্ছিলেন। সোমবার দিবাগত রাত দুইটার দিকে ট্রাক যখন শুক্রাবাদ এলাকা দিয়ে যাচ্ছিল, তখন ঘুমে ঢুলুঢুলু বাশেদ নিচে পড়ে গুরুতর জখম হন। তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এসআই মতিউর রহমান বলেন, পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে বাশেদ আলীর মরদেহ হস্তান্তর করা হয়েছে।