Thank you for trying Sticky AMP!!

'রিফাতের শরীরে ছিল অসংখ্য আঘাত'

রিফাত শরীফ

বরগুনা সদরে প্রকাশ্যে হত্যার শিকার শাহনেওয়াজ ওরফে রিফাত শরিফের (২৬) শরীরে অসংখ্য আঘাতের চিহ্ন ছিল। তবে মূলত অতিরিক্ত রক্তক্ষরণে তাঁর মৃত্যু হয়েছে বলে আজ বৃহস্পতিবার জানিয়েছেন ময়নাতদন্তকারী দলের প্রধান জামিল হোসেন।

আজ দুপুরে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রিফাতের লাশের ময়নাতদন্ত হয়। হাসপাতালের সার্জারি বিভাগের সহকারী অধ্যাপক জামিল হোসেনের নেতৃত্বে তিন সদস্যের একটি দল ময়নাতদন্ত করে।

ময়নাতদন্ত শেষে বেলা ১টার দিকে জামিল হোসেন প্রথম আলোকে বলেন, রিফাতের শরীরে ছিল অসংখ্য আঘাত। এর মধ্যে গলা, মাথা ও বুকের তিনটি আঘাত গুরুতর ছিল। অতিরিক্ত রক্তক্ষরণে তাঁর মৃত্যু হয়েছে।

বেলা সোয়া ১টার দিকে রিফাতের লাশ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়। বিকেলে গ্রামের বাড়িতে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁর লাশ দাফনের কথা আছে।

গতকাল বুধবার প্রকাশ্যে বরগুনা সরকারি কলেজের মূল ফটকের কাছে রিফাতকে স্ত্রী আয়েশা সিদ্দিকার সামনে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করা হয়।

আরও পড়ুন:
‘আমি শত চেষ্টা করেও তাঁকে রক্ষা করতে পারিনি’

এই রামদা কে দিয়েছে?

হত্যার স্বাভাবিকীকরণের ফল নিষ্ক্রিয়তা

রিফাত শরীফকে কুপিয়ে হত্যার ঘটনায় গ্রেপ্তার ১

সমাজটা কোথায় যাচ্ছে: হাইকোর্ট

এভাবে প্রকাশ্যে কোপাল!