শুভ সকাল। আজ শনিবার। গতকাল শুক্রবার দিনজুড়ে আলোচনায় ছিল ডাচ্–বাংলা ব্যাংকের টাকা ডাকাতি ও সিদ্দিকবাজারে বিস্ফোরণসংক্রান্ত সংবাদ। এরই মধ্যে বিকেলে সাভারে বাংলাদেশ পরমাণু শক্তি গবেষণা প্রতিষ্ঠানের নির্মাণাধীন ভবনের ছাদ ধসে বেশ কয়েকজন শ্রমিক আহত হন। এ খবরও পাঠকের নজর কেড়েছে। এ ছাড়া ছিল বিশ্ব, অপরাধ, বিনোদন, বাণিজ্য ও খেলার জগতের নানা খবর। এসব সংবাদের অনেকগুলোই হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। তাই আজ দিনের শুরুতেই পড়তে পারেন দেশ-বিদেশের নানা খবর ও বিশ্লেষণ।
সাভারে বাংলাদেশ পরমাণু শক্তি গবেষণা প্রতিষ্ঠানের নির্মাণাধীন ভবনের ছাদ ধসে পড়েছে। এতে অন্তত ১৫ জন নির্মাণশ্রমিক আহত হয়েছেন। শুক্রবার বিকেল সাড়ে চারটার দিকে এ ঘটনা ঘটে। বিস্তারিত পড়ুন...
বিয়ের ধুম পড়ায় বিয়েবাড়ি ও কমিউনিটি সেন্টারগুলো বাদ্য বাজনায় মুখর ছিল। পাশাপাশি শহরে বিপুলসংখ্যক বরযাত্রীর আগমন ঘটে। দূরদূরান্ত থেকে আসা বরযাত্রীদের রাত যাপনের জন্য শহরের আবাসিক হোটেলগুলো ছিল পরিপূর্ণ। এক দিনে অনেকগুলো বিয়ে অনুষ্ঠিত হওয়ায় বাদ্যযন্ত্রীদের ব্যাপক চাহিদা বেড়ে যায়। বিস্তারিত পড়ুন...
বৃহস্পতিবার সকাল ৯টার দিকে রাজধানীর ফার্মগেট এলাকায় বেপরোয়া গতির এলাইক পরিবহনের একটি বাস ফাতেমাকে ধাক্কা দিয়ে ফেলে পা পিষে দেয়। বাসচাপায় তাঁর কোমর ও পায়ের হাড় কয়েক টুকরা হয়ে গেছে। বিস্তারিত পড়ুন...
যুক্তরাষ্ট্রের প্রমোদতরি ‘রুবি প্রিন্সেস’। সম্প্রতি সেটি যুক্তরাজ্যের টেক্সাস অঙ্গরাজ্য থেকে মেক্সিকোয় যাত্রা করে। যাত্রাপথে প্রমোদতরিটিতে থাকা ৩০০ জনের বেশি আরোহী অসুস্থ হয়ে পড়েন। কী কারণে এত আরোহীর এ অসুস্থতা, তা ধোঁয়াশার মধ্যেই রয়ে গেছে। বিস্তারিত পড়ুন...
সাকিব আরও একবার আলোচনায়। দুই দিন আগে চট্টগ্রামে ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশকে ওয়ানডে জেতালেন। বৃহস্পতিবার তাঁর নেতৃত্বে টি-টোয়েন্টি দল জিতল সিরিজের প্রথম ম্যাচ। টি-টোয়েন্টির অধিনায়ক সাকিবের এখন আলোচনায় থাকারই কথা। কিন্তু সাকিব যে কারণে সামাজিক যোগাযোগমাধ্যমের পর্দায় ভাসছেন, সেটি আরও একবার মাঠের বাইরের ঘটনা নিয়েই। বিস্তারিত পড়ুন...