Thank you for trying Sticky AMP!!

বগুড়ায় সংক্রমিতের সংখ্যা দেড় হাজার ছাড়াল

করোনাভাইরাস। ছবি: রয়টার্স

বগুড়ায় সরকারি-বেসরকারি দুটি মেডিকেল কলেজের পিসিআর ল্যাবেরেটরিতে নমুনা পরীক্ষায় জেলায় নতুন করে আরও ১৫২ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এর মধ্যে দিয়ে বড় লাফে কোভিড-১৯ সংক্রমিতের সংখ্যা দেড় হাজার ছাড়িয়ে গেছে। এ নিয়ে আজ সোমবার রাত নয়টা পর্যন্ত জেলায় কোভিড-১৯ শনাক্ত মানুষের সংখ্যা ১ হাজার ৫৫৪ জন।

আজ রাত নয়টায় প্রতিদিনের অনলাইন ব্রিফিংয়ে এসব তথ্য তুলে ধরেন বগুড়ার সিভিল সার্জন কার্যালয়ের মুখপাত্র ও চিকিৎসা কর্মকর্তা ফারজানুল ইসলাম।

সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, নতুন করে কোভিডে সংক্রমিত হয়ে মৃত্যুর সংখ্যা আরও ৩ জন বেড়ে এখন ১৭ জনে দাঁড়িয়েছে। ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন ৯ জন। ফলে এ পর্যন্ত জেলায় করোনার সংক্রমণ থেকে সুস্থ হয়েছেন ৯৫ জন। জেলায় এ পর্যন্ত ১২ হাজার ১৮৬টি নমুনা সংগ্রহ করা হয়েছে। পরীক্ষার প্রতিবেদন মিলেছে ৯ হাজার ৩৩০ জনের। শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের ল্যাবরেটরিতে এখনো নমুনা সংরক্ষিত রয়েছে ২ হাজার ৮৫৬টি।

সিভিল সার্জন কার্যালয়ের মুখপাত্র ফারজানুল ইসলাম জানান, শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ল্যাবরেটরিতে ১৮৭টি নমুনা পরীক্ষা করা হয়। তাতে বগুড়ার ৯৪ জনের নমুনা করোনা পজিটিভ আসে। অন্যদিকে টিএমএসএস মেডিকেল কলেজ ল্যাবেরেটরিতে বগুড়ার ৬৯টি নমুনার মধ্যে ৩০ জনের পজিটিভ শনাক্ত হয়। এ ছাড়া গতকাল রোববার সান্ধ্যপালার নমুনা পরীক্ষায় টিএমএসএস ল্যাবরেটরিতে আরও ২৮ জনের কোভিড শনাক্ত হয়েছে। ফলে বগুড়ায় ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হলেন ১৫২ জন।

সিভিল সার্জন কার্যালয়ের মুখপাত্র বলেন, গতকাল পর্যন্ত জেলায় কোভিডে সংক্রমিত ছিলেন ১ হাজার ৪০২ জন। ২৪ ঘণ্টায় নতুন করে ১৫২ জনের কোভিড শনাক্ত হওয়ায় এখন জেলায় মোট কোভিড শনাক্ত মানুষের সংখ্যা ১ হাজার ৫৫৪ জন।