
বৈরী আবহাওয়ার কারণে বন্ধের চার ঘণ্টা পর রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে তিনটা থেকে ফেরি চলাচল বন্ধ রাখে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি)। সন্ধ্যা সাড়ে সাতটার পর থেকে আবহাওয়া অনুকূলে আসায় এই নৌপথে আবার ফেরি চলাচল শুরু হয়।
বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয়ের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) নাসির মোহাম্মদ চৌধুরী প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে বৈরী আবহাওয়ার কারণে সকাল নয়টা থেকে মানিকগঞ্জের আরিচা ও পাবনার কাজিরহাট নৌপথের পাশাপাশি দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথেও লঞ্চ বন্ধ করে দেয় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। এ সময় নদী পাড়ি দিতে লঞ্চঘাটে আসা যাত্রীদের ফেরিতে নদী পাড়ি দিতে বলা হয়। পরে লঞ্চের পাশাপাশি ফেরি পারাপার বন্ধ করে দেওয়ায় নানা ধরনের যানবাহনের যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হয়।
বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয়ের ডিজিএম নাসির মোহাম্মদ চৌধুরী বলেন, বৈরী আবহাওয়ায় সকাল থেকে নদী উত্তাল থাকলেও ফেরি চালু ছিল। বেলা বাড়ার সঙ্গে আবহাওয়া বেশি খারাপ হওয়ায় দুর্ঘটনার ঝুঁকি বাড়লে বেলা সাড়ে তিনটা থেকে ফেরি বন্ধ করে দেওয়া হয়। বর্তমানে নৌপথে ১২টি ফেরি থাকলেও আটকে থাকা যানবাহন পারাপারের স্বার্থে রাতে আরও এক-দুটি ফেরি বাড়ানো হবে।