Thank you for trying Sticky AMP!!

খালিয়াজুরিতে পাওয়া শিশুর লাশটি শাল্লায় স্রোতে ভেসে যাওয়া সেই নারীর সন্তানের

নেত্রকোনা জেলার মানচিত্র

নেত্রকোনার খালিয়াজুরিতে হাওরের পানি থেকে উদ্ধার হওয়া শিশুর গলিত লাশের পরিচয় মিলেছে। মারা যাওয়া শিশুটির নাম বিজয় দাস (৬)। সে সুনামগঞ্জের শাল্লা উপজেলার হবিবপুর ইউনিয়নের বিলপুর গ্রামের রতীন্দ্র দাসের ছেলে। নেত্রকোনা অতিরিক্ত পুলিশ সুপার (খালিয়াজুরি সার্কেল) মো. রবিউল ইসলাম প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে আজ মঙ্গলবার বিকেলে খালিয়াজুরি সদর ইউনিয়নের নতুনপাড়া এলাকার সামনের হাওর থেকে লাশটি উদ্ধার করে খালিয়াজুরি থানার পুলিশ।

Also Read: খালিয়াজুরীতে হাওরের পানি থেকে শিশুর গলিত লাশ উদ্ধার

পুলিশ কর্মকর্তা মো. রবিউল ইসলাম বলেন, আজ সন্ধ্যার আগে শিশুটির বাবা রতীন্দ্র দাস লাশটি তাঁর ছেলের বলে শনাক্ত করেছেন। পরে আবেদনের পরিপ্রেক্ষিতে স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে। তিনি আরও জানান, শাল্লার দাঁড়াইন নদের তীরে বাহাড়া সড়কে গত সোমবার সন্ধ্যার দিকে ঢলের পানিতে রতীন্দ্র দাসের স্ত্রী দুর্লভ রানী দাসসহ (৩০) তাঁদের দুই সন্তান জবা রানী দাস (৭) ও বিজয় দাস নিখোঁজ হয়। পরদিন দুর্লভ রানী দাসের লাশ ডুবুরিরা উদ্ধার করলেও দুই সন্তান নিখোঁজ ছিল। আজ দুপুরে স্থানীয় জেলেরা হাওরে শিশুর গলিত লাশ দেখে পুলিশে খবর দেন। পরে বিকেলে পুলিশ লাশটি উদ্ধার করে।

Also Read: সুনামগঞ্জে ঢলের পানিতে ভেসে গিয়ে দুই শিশু ও এক নারী নিখোঁজ

Also Read: সুনামগঞ্জে ভেসে যাওয়া মায়ের লাশ উদ্ধার, দুই সন্তান এখনো নিখোঁজ

Also Read: সুনামগঞ্জে মায়ের সঙ্গে ঢলের পানিতে ভেসে যাওয়া সেই দুই শিশু এখনো উদ্ধার হয়নি