
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের সীমান্তবর্তী এলাকা থেকে একটি নীলগাই উদ্ধার করা হয়েছে। উপজেলার দাইপুখুরিয়া ইউনিয়নের বারিকবাজার এলাকা থেকে স্থানীয় ব্যক্তিদের সহযোগিতায় আজ বুধবার দুপুরে নীলগাইটি উদ্ধার করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ধারণা করা হচ্ছে, সোনামসজিদ সীমান্ত দিয়ে ভারত থেকে প্রাণীটি চলে এসেছে।
চাঁপাইনবাবগঞ্জ ৫৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আমীর হোসেন মোল্লা জানান, সীমান্তবর্তী বিলভাতিয়া মাঠে প্রথমে নীলগাইটি দেখার পর স্থানীয় লোকজন ধরার চেষ্টা করেন। এরপর প্রাণীটি দৌড়াতে দৌড়াতে বারিকবাজার এলাকায় গিয়ে ক্লান্ত হয়ে পড়ে। খবর পেয়ে বিজিবি সদস্যরা সেখানে যান, যাতে কেউ প্রাণীটির ক্ষতি করতে না পারে। অনেক চেষ্টার পর নীলগাইটি দুপুর ১২টার দিকে উদ্ধার করা সম্ভব হয়। নীলগাই উদ্ধারের খবর পেয়ে ওই এলাকায় উৎসুক মানুষের ভিড় জমে। মানুষের ভিড় সামাল দিতে বিজিবি সদস্যদের বেশ বেগ পেতে হয়।
নীলগাইটি সুস্থ হলে তাকে কোথায় রাখা হবে, পরে আলোচনা করে সে সিদ্ধান্ত নেওয়া হবে।
লেফটেন্যান্ট কর্নেল আমীর হোসেন মোল্লা আরও বলেন, বিকেলে সেখান থেকে ট্রাকে করে নীলগাইটি চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা ব্যাটালিয়নের সদর দপ্তরে আনা হয়েছে। প্রাণীটির চিকিৎসার ব্যবস্থা করা হবে। জেলা প্রাণিসম্পদ বিভাগের চিকিৎসকেরা দেখছেন। জেলা প্রশাসন ও বন বিভাগের পক্ষ থেকেও খোঁজখবর রাখা হচ্ছে। প্রাণীটি সুস্থ হলে তাকে কোথায় রাখা হবে, পরে আলোচনা করে সে সিদ্ধান্ত নেওয়া হবে।
শিবগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা রণজিৎ চন্দ্র সিংহ প্রথম আলোকে বলেন, ‘ধরা পড়ার আগে নীলগাইটি ছোটাছুটিতে ক্লান্ত হয়ে পড়ে। খবর পেয়ে আমাদের ভেটেরিনারি সার্জন আবু ফেরদৌসের নেতৃত্বে চিকিৎসক দল ঘটনাস্থলে গিয়ে প্রাণীটিকে চিকিৎসা দিয়েছে। প্রাণীটি এখন বিজিবির হেফাজতে রয়েছে। চিকিৎসক দলও সেখানে রয়েছে।’
নাম নীলগাই হলেও এই প্রাণীটি গরু নয়, দেখতে বরং অনেকটা ঘোড়ার মতো। তবে এটি ঘোড়াও নয়। নীলগাই এশিয়া মহাদেশের সর্ববৃহৎ অ্যান্টিলোপ।