
চাঁদপুরের মতলব উত্তরে পানিতে তলিয়ে থাকা জমিতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে মো. আলিফ (১৩) নামের এক স্কুলশিক্ষার্থীর মৃত্যু হয়েছে। আজ শনিবার বেলা আড়াইটার দিকে উপজেলার একলাশপুর ইউনিয়নের হাশিমপুর গ্রামে এ ঘটনা ঘটেছে।
মারা যাওয়া আলিফ হাশিমপুর গ্রামের কবির প্রধান ও আয়েশা বেগমে দম্পতির ছেলে। সে হাশিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র ছিল।
মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল হক ঘটনাটি নিশ্চিত করে বলেন, এ ঘটনার থানায় অপমৃত্যুর মামলা প্রক্রিয়াধীন।
পরিবার, পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বাড়ির কাছেই একই গ্রামে আলিফের নানির বাড়ি। আজ দুপুরে আলিফ নানির বাড়ি যায়। বেলা আড়াইটার দিকে নানির বাড়ির স্বজনদের অগোচরে সে ওই বাড়ির ২০০ গজ দূরে পুকুরের পাশে তলিয়ে থাকা জমিতে জাল পেতে মাছ ধরতে যায়। মাছ ধরার সময় বজ্রপাতে আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে সে। কিছুক্ষণ পর তার নানি আরোফা বেগম ও প্রতিবেশী আনিছা বেগম সেখানে গিয়ে আলিফের নিথর দেহ দেখতে পান। দ্রুত তাকে উদ্ধার করে স্বজনেরা স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আলিফের বাবা কবির প্রধান বলেন, তাঁর তিন ছেলের মধ্যে আলিফ সবার ছোট। গত বছর তাঁর দ্বিতীয় ছেলে পানিতে ডুবে মারা যায়। এক বছরের মাথায় আজ তাঁর ছোট ছেলেও বজ্রপাতে মারা গেল। তিনি আহাজারি করে বলেন, ‘ছেলেডা বজ্রপাতে মইরা গেল। এহন আমার সব শেষ। ছেলে ছাড়া আমি ক্যামনে বাঁচুম, কী লইয়া থাহুম।’