Thank you for trying Sticky AMP!!

মজুরি বৃদ্ধির দাবিতে প্রধানমন্ত্রী বরাবর চা–শ্রমিকদের স্মারকলিপি

দৈনিক ৩০০ টাকা মজুরির দাবিতে প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি দিয়েছেন চা শ্রমিকেরা। রোববার মৌলভীবাজারের শ্রীমঙ্গলের উপজেলা পরিষদে

মজুরি বৃদ্ধির দাবিতে চলমান আন্দোলনের মধ্যে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছেন বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের বালিশিরা ভ্যালি ইউনিটের নেতারা।

আজ রোববার বিকেলে শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে গিয়ে উপজেলা প্রশাসনিক কর্মকর্তা মৃণাল কান্তি দাশের হাতে স্মারকলিপি তুলে দেন তাঁরা।

এ সময় উপস্থিত ছিলেন বালিশিরা ভ্যালির সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক বিজয় হাজরা, সহসভাপতি সবিতা গোয়ালা, সাধারণ সম্পাদক দেবেন্দ্র বারাইক, সাংগঠনিক সম্পাদক কর্ণ তাঁতী, খেজুরিছড়া চা–বাগানের পঞ্চায়েত কমিটির সভাপতি মহেশ্বর দাস, উপদেষ্টা সুমন কুমার তাঁতী প্রমুখ।

Also Read: মজুরি বাড়ানোর দাবিতে শ্রমিকদের ধর্মঘট শুরু

দৈনিক ৩০০ টাকা মজুরির দাবিতে চা–শ্রমিকেরা পাঁচ দিন ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছেন উল্লেখ করে বিজয় হাজরা প্রথম আলোকে বলেন, ‘দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এই সময়ে চা–শ্রমিকেরা অনেক কষ্টে দিন যাপন করছেন। ১২০ টাকা মজুরি দিয়ে কিছুই হয় না। আমরা আন্দোলন চালিয়ে যাচ্ছি। কিন্তু মালিক পক্ষ এখন পর্যন্ত আমাদের কোনো আশ্বাস দেয়নি। আজ বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সাতটি ভ্যালি থেকে আমরা উপজেলা নির্বাহী কর্মকর্তাদের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবর স্মারকলিপি দিয়েছি। আমরা সারাজীবন বঙ্গবন্ধুর আদর্শে চলেছি, নৌকাকে ভোট দিয়েছি। আমাদের এ কঠিন সময়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে ভালো একটি সমাধান চাই।’

Also Read: ‘এক বেলার চাল-ডাল কিনলেই তো টাকা শেষ, মালিকেরা কি এইটা বুঝেন না’

দাবি আদায় না হওয়া পযর্ন্ত আন্দোলন চালিয়ে যাবেন বলে উল্লেখ করেন বিজয় হাজরা।

তিনি বলেন, ‘রোববার চা–বাগানে সাপ্তাহিক ছুটি উপলক্ষে আমরা সভা, সমাবেশ, বিক্ষোভ মিছিল বন্ধ রেখেছি। আগামীকাল জাতির পিতার মৃত্যুবার্ষিকী উপলক্ষে সব চা–বাগানে শোক দিবস পালন করব। এই দুই দিন আমরা চা–বাগানে সব কাজ বন্ধ রেখেছি। আগামী মঙ্গলবার দেশের সব চা–বাগানে বিক্ষোভ মিছিল করা হবে। বুধবার চা–বাগানের শ্রমিকেরা সকাল থেকে প্রতিটি শহরে অবস্থান নেবেন।’