Thank you for trying Sticky AMP!!

বাবার শখ পূরণ করতে হেলিকপ্টারে করে নববধূকে আনলেন ছেলে

বাবার শখ পূরণ করতে হেলিকপ্টারে করে নববধূকে নিয়ে পটুয়াখালীর কুয়াকাটায় ফেরেন তৌফিকুল ইসলাম। শনিবার দুপুরে

বাবার ইচ্ছা ছিল ছেলে চিকিৎসক হবেন। ছেলের বউও চিকিৎসক হবেন। ছেলে নিজের পায়ে দাঁড়িয়ে যেন হেলিকপ্টারে করে পুত্রবধূ নিয়ে আসেন—এ স্বপ্নের কথাও ছেলেকে জানিয়েছিলেন তিনি। বাবার স্বপ্ন পূরণ করেছেন পটুয়াখালীর কুয়াকাটার বাসিন্দা মো. তৌফিকুল ইসলাম ওরফে রনি।

Also Read: হঠাৎ গ্রামের ইটভাটায় হেলিকপ্টার অবতরণ, উৎসুক জনতার ভিড়

আজ শনিবার বেলা দুইটার দিকে তৌফিকুল ইসলাম তাঁর নব পরিণীতা বধূ নীলিমা আফরিনকে নিয়ে হেলিকপ্টারে কুয়াকাটা পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের একটি মাঠে অবতরণ করেন। এ সময় স্থানীয় লোকজন নবদম্পতিকে দেখতে ভিড় করেন। এরপর আত্মীয়স্বজনেরা নবদম্পতিকে বরণ করে বাড়িতে নিয়ে যান।

Also Read: হেলিকপ্টারে করে বাড়িতে বউ এনে মায়ের ইচ্ছা পূরণ করলেন ছেলে

পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা যায়, কুয়াকাটা পর্যটন এলাকার একটি আবাসিক হোটেলের মালিক মো. মানিক মিয়ার ছেলে তৌফিকুল। শরীয়তপুরের ব্যাংক কর্মকর্তা মো. নুরুজ্জামানের মেয়ে নীলিমা আফরিনের সঙ্গে গতকাল শুক্রবার তাঁর বিয়ে সম্পন্ন হয়। বর তৌফিকুল ও কনে নীলিমা দুজনই বেসরকারি মেডিকেল কলেজ থেকে চিকিৎসাবিদ্যায় স্নাতক (এমবিবিএস) পড়াশোনা শেষ করেছেন। এখন উভয়ে ইন্টার্নশিপ করছেন।

Also Read: হেলিকপ্টারে গ্রামের বাড়ি এলেন প্রবাসী, উৎসুক জনতার ভিড়

কুয়াকাটায় পৌঁছার পর এ নবদম্পতি জানান, কুয়াকাটার মানুষের চিকিৎসার জন্য তাঁরা পরিবারের সদস্য ও আত্মীয়স্বজনদের সহায়তায় একটি হাসপাতাল নির্মাণ করবেন।

প্রথম আলোর সঙ্গে আলাপে তৌফিকুল বলেন, ‘বাবার আবদার পূরণ করতেই হেলিকপ্টারে করে বউ নিয়ে নিজ বাড়িতে ফিরেছি।’ হেলিকপ্টার ভাড়া বাবদ ১ লাখ ৮০ হাজার টাকা ব্যয় হওয়ার কথা জানান তিনি।

Also Read: বাবার শখ পূরণ করতে হেলিকপ্টারে করে নববধূকে নিয়ে এলেন যুক্তরাজ্যপ্রবাসী বর