বৈরী আবহাওয়ায় লঞ্চের পর এবার দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল বন্ধ

দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরি
ফাইল ছবি

বৈরী আবহাওয়ার কারণে আজ বৃহস্পতিবার বেলা সাড়ে তিনটা থেকে রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি)। পদ্মা নদী উত্তাল থাকায় দুর্ঘটনার ঝুঁকি এড়াতে কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নেয়।

এর আগে বৈরী আবহাওয়ার কারণে আজ সকাল ৯টা থেকে দৌলতদিয়া-পাটুরিয়াসহ মানিকগঞ্জের আরিচা ও পাবনার কাজীরহাট নৌপথে লঞ্চ চলাচল বন্ধ করে দেয় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। এ সময় নদী পাড়ি দিতে লঞ্চঘাটে আসা সব যাত্রীকে ফেরিতে নদী পাড়ি দিতে বলা হয়। এখন লঞ্চের পাশাপাশি ফেরি পারাপার বন্ধ করে দেওয়ায় নানা ধরনের যানবাহনের যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

কুষ্টিয়া থেকে আসা লালন পরিবহনের ঘাট তত্ত্বাবধায়ক বারেক শেখ বলেন, ঢাকাগামী বাস দৌলতদিয়া ঘাটে আসার পর আকস্মিকভাবে ফেরি বন্ধ পায়। এতে গাড়িটি বিপাকে পড়ে। পরে বিকল্প রুট ব্যবহার করে ঢাকার উদ্দেশে রওনা করে বাসটি।

বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয়ের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) নাসির মোহাম্মদ চৌধুরী বলেন, বৈরী আবহাওয়ার কারণে সকাল থেকে নদী উত্তাল থাকলেও ফেরি চলাচল অব্যাহত ছিল। বেলা বাড়ার সঙ্গে আবহাওয়া আরও বেশি খারাপ হওয়ায় দুর্ঘটনার ঝুঁকি বাড়ে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে আজ বেলা সাড়ে তিনটা থেকে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়। বর্তমানে এ নৌপথে ১২টির মধ্যে ২টি দৌলতদিয়ায় এবং বাকি সব কটি ফেরি পাটুরিয়া ঘাট এলাকায় নিরাপদে নোঙর করে আছে। পরিস্থিতি স্বাভাবিক হলে যানবাহন পারাপার শুরু হবে।