Thank you for trying Sticky AMP!!

কুমিল্লার চান্দিনা উপজেলার একটি কেন্দ্র থেকে নৌকা প্রতীকে সিল মারা ব্যালট পেপার উদ্ধার করা হয়। আজ সকালে উপজেলার দোল্লাই নবাবপুর উচ্চবিদ্যালয় কেন্দ্রে

কুমিল্লার চান্দিনায় নৌকা প্রতীকে সিল মারা ব্যালট উদ্ধার

কুমিল্লার চান্দিনা ও দেবীদ্বারের দুটি ভোটকেন্দ্রে নৌকা প্রতীকে সিল মারা ব্যালট পেপার পাওয়া গেছে। আজ রোববার সকাল আটটার দিকে এ ঘটনা ঘটে। পরে এটি ভিডিও করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়।

কুমিল্লার রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক খন্দকার মু. মুশফিকুর রহমান প্রথম আলোকে বলেন, ‘চান্দিনায় সিল মারা ব্যালট জব্দ করে বাতিল করা হয়েছে। একজন সহকারী প্রিসাইডিং কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। দেবীদ্বারের বিষয়টি খোঁজ নিয়ে দেখছি।’

কুমিল্লা-৭ (চান্দিনা) আসনের স্বতন্ত্র প্রার্থী ও চান্দিনা উপজেলা আওয়ামী লীগের মোন্তাকিম আশরাফ প্রথম আলোকে বলেন, ভোরে ব্যালট পেপার আসার পরই নৌকার কর্মীরা ব্যালটে নৌকা প্রতীকে সিল মারেন। এরপর যাঁরা ভোট দিতে আসেন, তাঁদের হাতের সিল মারা ব্যালট পেপার ধরিয়ে দেওয়া হয়। তখন বিষয়টি জানা যায়। দোল্লাই নবাবপুর উচ্চবিদ্যালয়, নাওতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ চান্দিনার অন্তত তিনটি কেন্দ্রে এ ঘটনা ঘটে।

কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনের স্বতন্ত্র প্রার্থী ও কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ বলেন, ‘কয়েকটি কেন্দ্রে নৌকার লোকজন সুযোগ পেলেই জাল ভোট মারে। এর মধ্যে পদ্মকোট ভোটকেন্দ্রে জাল ভোট দিয়ে বাক্সে ভরা হয়। কিন্তু বাইরে ভোটার উপস্থিত ছিল হাতে গোনা কয়েকজন। আমার কর্মী ও এজেন্টরা চ্যালেঞ্জ করলে বিষয়টি ধরা পড়ে।’

আরও পড়ুনঃ

কালকিনিতে ব্যালট পেপারে নৌকায় সিল, কেন্দ্রে ভোট গ্রহণ এক ঘণ্টা বন্ধ

নৌকার সমর্থকদের সঙ্গে সংঘর্ষের পর লাঙ্গলের প্রার্থীর ভোট বর্জন

খুলশীতে নৌকা–ফুলকপির সমর্থকদের মধ্যে সংঘর্ষ, দুজন গুলিবিদ্ধ

জাল ভোট প্রদানের অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে কুমিল্লা-৭ (চান্দিনা) আসনের নৌকার প্রার্থী প্রাণ গোপাল দত্ত ও কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনের নৌকার প্রার্থী রাজী মোহাম্মদ ফখরুলের মুঠোফোন নম্বরে একাধিকবার কল দিলেও তাঁরা সাড়া দেননি।