সকালেই পড়ুন আলোচিত ৫ খবর

শুভ সকাল। আজ ২৮ এপ্রিল, রোববার। গতকাল শনিবার প্রথম আলোর অনেক আলোচিত সংবাদ হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। তাই আজ দিনের শুরুতেই পড়তে পারেন দেশ-বিদেশের আলোচিত পাঁচ খবর ও বিশ্লেষণ।

সরকারি প্রাথমিক বিদ্যালয় কাল খুলছে, শ্রেণি কার্যক্রম যেভাবে চলবে, বন্ধ প্রাক্‌–প্রাথমিক

প্রাথমিক বিদ্যালয়
ফাইল ছবি

প্রচণ্ড দাবদাহের কারণে এক সপ্তাহ ছুটির পর রোববার (২৮ এপ্রিল) থেকে প্রাথমিক বিদ্যালয়গুলোও খুলছে। তবে ক্লাসের সময় কমিয়ে আনা হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী ক্লাস হবে বেলা সাড়ে ১১টা পর্যন্ত। বিস্তারিত পড়ুন...

হিট অফিসারের পরামর্শে সড়কে বৃষ্টি ঝরাচ্ছে ডিএনসিসি

স্প্রে ক্যাননের মাধ্যমে কৃত্রিম বৃষ্টিতে ভিজছেন ঢাকা উত্তর সিটির মেয়র আতিকুল ইসলাম। ২৭ এপ্রিল

চিফ হিট অফিসার (সিএইচও) বুশরা আফরিনের পরামর্শে চলমান প্রচণ্ড দাবদাহে জনগণকে স্বস্তি দিতে কৃত্রিম বৃষ্টির ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটির মেয়র আতিকুল ইসলাম৷ তিনি বলেন, দুটি স্প্রে ক্যানন যন্ত্রের মাধ্যমে সড়কে চলাচলকারী সাধারণ মানুষের স্বস্তির জন্য কৃত্রিম বৃষ্টির ব্যবস্থা করা হবে।
বিস্তারিত পড়ুন...

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রত্ব শেষ, তবু হলে থাকছেন নেতারা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব হল মিলিয়ে শতাধিক কক্ষ গণরুম হিসেবে ব্যবহার করা হয়। এসব কক্ষে একসঙ্গে ১৫ থেকে ২০ জন শিক্ষার্থী থাকেন। তবে বিজয় একাত্তর হলের এই গণরুমটিতে থাকছেন দেড় শতাধিক শিক্ষার্থী। গত ১৯ মার্চ দুপুরে

ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার এ এফ রহমান হলে মোট কক্ষ আছে ১০৪টি। দুটি কক্ষ বাদে সব কটিতে শয্যা আছে চারটি করে। বাকি দুটিতে একটি করে শয্যা। সে হিসাবে এই হলে মূলত আবাসনসুবিধা আছে ৪১০ জন ছাত্রের। বাস্তবে সেখানে থাকছেন প্রায় ৯০০ জন। হল প্রশাসন ও শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা গেছে, হলটিতে প্রায় ২০০ জন আছেন, যাঁদের পড়ালেখা ইতিমধ্যে শেষ হয়ে গেছে। বিস্তারিত পড়ুন...

পাকিস্তানকে আরও কী কী বিষয়ে আমরা লজ্জা দিতে পারতাম

শাহবাজ শরিফ

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের মন্তব্যটি ভারতের সংবাদমাধ্যম লুফে নিয়েছে। ভারতের অনেকগুলো সংবাদমাধ্যম ফলাও করে খবরটি প্রকাশ করেছে। প্রথম আলোর পাঠকেরাও ডন–এর বরাতে খবরটি পড়েছেন। বিস্তারিত পড়ুন...

অভ্যুত্থানে ক্ষমতা দখল, অভ্যুত্থানেই পুরো পরিবারসহ খুন হন আফগান প্রেসিডেন্ট দাউদ খান

আফগানিস্তানের প্রথম প্রেসিডেন্ট সরদার মুহাম্মদ দাউদ খান

১৯৭৮ সালের ২৭ এপ্রিল সকাল। আফগানিস্তানের রাজধানী কাবুলের প্রাণকেন্দ্রে উনিশ শতকে নির্মিত আর্গ-ই-শাহি প্রাসাদে মন্ত্রিসভার সদস্যদের নিয়ে বৈঠক করছিলেন প্রেসিডেন্ট সরদার মুহাম্মদ দাউদ খান। এমন সময় উদ্ধত একদল সেনা ট্যাংক ও সাঁজোয়া যান নিয়ে এল রাজপ্রাসাদে। খুন হলেন আফগানিস্তানের প্রথম প্রেসিডেন্ট। দাউদ খানের পরিবারের ১৮ সদস্যকেও সেদিন হত্যা করে ঘাতকেরা।
বিস্তারিত পড়ুন...