সন্ধ্যায় সারা দিনের খবর

শুভ সন্ধ্যা। আজ সোমবার। সারা দিনে হয়তো প্রথম আলোর অনেক আলোচিত সংবাদ আপনার চোখ এড়িয়ে গেছে। আলোচিত সংবাদগুলোর মধ্যে ছিল টেলিভিশন নাটকের জনপ্রিয় মুখ অলিউল হক রুমির মৃত্যুর ঘটনা। ক্যানসারে আক্রান্ত ছিলেন তিনি। আরও ছিল স্বাধীনতার আগে ১৯৬০ সালের সর্বোচ্চ তাপপ্রবাহে ঢাকার জীবনযাত্রা কেমন ছিল তা নিয়ে একটি লেখা। আরেকটি খবর ছিল পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজীর আহমেদের সম্পদ নিয়ে দুদকের অনুসন্ধান। এ ছাড়া আন্তর্জাতিক, রাজনীতি, ক্রীড়া ও বিনোদনের নানা খবর আছে। সন্ধ্যার অবসরে চোখ বুলিয়ে নিন প্রথম আলোয় প্রকাশিত আলোচিত পাঁচ খবরে।

১৯৬০ সালের সর্বোচ্চ তাপপ্রবাহে কেমন ছিল ঢাকার জীবনযাত্রা

আগেই বলা হয়েছে, স্বাধীনতার আগে ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ১৯৬০ সালের ৩০ এপ্রিলে। পত্রিকার পাতা খুললেও জানা যায় যে সেই দিনটি কতটা অসহনীয় ছিল, জনজীবন কতটা বিপর্যস্ত হয়েছিল। বিস্তারিত পড়ুন...

বেনজীর আহমেদের সম্পদ নিয়ে অনুসন্ধানে দুদক

বেনজীর আহমেদ

পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের সম্পদ নিয়ে অনুসন্ধানে তিন সদস্যের একটি কমিটি করে কাজ শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ সোমবার রাজধানীর সেগুনবাগিচায় দুদক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সংস্থাটির সচিব খোরশেদা ইয়াসমীন এ তথ্য জানিয়েছেন।বিস্তারিত পড়ুন...

কংগ্রেসকে জড়িয়ে মুসলমানদের আক্রমণ মোদির, ভারতের রাজনীতিতে নতুন বিতর্ক

নরেন্দ্র মোদি ও রাহুল গান্ধী

গতকাল রোববার রাজস্থান রাজ্যে এক নির্বাচনী জনসভায় মোদি বলেন, কংগ্রেস ক্ষমতায় এলে দেশের সম্পদ মুসলমানদের মধ্যে বিলি করে দেবে। পারিবারিক সোনা-রুপার সঙ্গে বিবাহিত নারীদের গলায় পরা পবিত্র মঙ্গলসূত্র পর্যন্ত তারা কেড়ে নিয়ে বাঁটোয়ারা করে দেবে। বিস্তারিত পড়ুন...

জমে ওঠা পার্পল ক্যাপের লড়াইয়ে আছেন মোস্তাফিজও

৬ ম্যাচে ১১ উইকেট নিয়েছেন মোস্তাফিজুর রহমান

এবারের আইপিএলে খুব বেশি ম্যাচ হাতে নেই মোস্তাফিজুর রহমানের। সামনেই বাংলাদেশ দলের জিম্বাবুয়ে সিরিজ। দিন দশেকের মধ্যেই ফিরে আসবেন ঢাকায়। তবে ফেরার আগে আরেকবার আইপিএলের সর্বোচ্চ উইকেটশিকারির স্মারক পার্পল ক্যাপ বা বেগুনি টুপি মাথায় তোলার সুযোগ আছে বাংলাদেশের বাঁহাতি পেসারের সামনে। বিস্তারিত পড়ুন...

এ কেমন বিদায় রুমি ভাই!

অভিনেতা অলিউল হক রুমি

ক্যানসার শনাক্ত হওয়ার মাসখানেকের ব্যবধানে আজ সোমবার ভোরে মারা গেছেন অভিনেতা রুমি। রুমির মৃত্যুর খবরে নাট্যাঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। তাঁকে নিয়ে স্মৃতিচারণ করেছেন ছোট পর্দার অভিনেত্রী ফারজানা চুমকি। বিস্তারিত পড়ুন...