Thank you for trying Sticky AMP!!

সুইডেনে পবিত্র কোরআন পোড়ানোর প্রতিবাদে চুয়েটে বিক্ষোভ

জুমার নামাজের পর চুয়েটের কেন্দ্রীয় মসজিদ থেকে প্রতিবাদ মিছিলটি শুরু হয়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে

সম্প্রতি সুইডেনের স্টকহোমে তুরস্কের দূতাবাসের সামনে কট্টরপন্থী এক ব্যক্তি পবিত্র কোরআন পুড়িয়েছেন। এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে মিছিল করেছেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) কয়েক শ শিক্ষার্থী।

আজ শুক্রবার জুমার নামাজের পর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ থেকে প্রতিবাদ মিছিলটি শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। মিছিলে আনুমানিক ৩০০ শিক্ষার্থী অংশ নেন।

Also Read: সুইডেনে দূতাবাসের সামনে পবিত্র কোরআন পোড়ানোর ঘটনায় ক্ষুব্ধ তুরস্ক

এ সময় শিক্ষার্থীরা বিভিন্ন প্ল্যাকার্ড হাতে পবিত্র কোরআন পোড়ানোর ঘটনায় অভিযুক্ত ব্যক্তির শাস্তি চেয়ে স্লোগান দেন। এরপর ছাত্র-শিক্ষক কেন্দ্রের সামনে বক্তব্য দেন শিক্ষার্থীরা।

Also Read: সুইডেনে পবিত্র কোরআন পোড়ানোর ঘটনায় বাংলাদেশের নিন্দা

শিক্ষার্থীদের বক্তব্য, ‘সম্প্রতি সুইডেনে পবিত্র কোরআন পোড়ানোর ঘটনা ঘটেছে। মুসলিম হিসেবে এটা আমাদের মধ্যে তীব্র ঘৃণা ও ক্ষোভের জন্ম দিয়েছে। মুসলিম বিশ্বে এ নিয়ে প্রতিবাদের ঝড় উঠেছে। প্রতিবাদ জানাতে আমরাও আজ এখানে সমবেত হয়েছি।’

Also Read: সুইডেনে কোরআন পোড়ানোর নিন্দা হেফাজতের