Thank you for trying Sticky AMP!!

এক হাজার টাকার ‘লাল নোট’ বাতিলের খবর সত্য নয়

১ হাজার টাকার নোট

এক হাজার টাকার ‘লাল নোট’ বাতিলের খবরটি সঠিক নয় বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। আজ বুধবার বিকেলে বেসরকারি একাধিক টেলিভিশনে খবর প্রচারিত হয়, এক হাজার টাকার লাল নোট বাতিল করা হয়েছে। ৩০ মের মধ্যে এসব নোট ব্যাংকে জমা দিতে হবে। এ খবরে দেশের মানুষের মধ্যে ব্যাপক উদ্বেগ তৈরি হয়। তারই পরিপ্রেক্ষিতে বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, এ ধরনের কোনো সিদ্ধান্ত হয়নি।

আজ বুধবার কেন্দ্রীয় ব্যাংকের সহকারী মুখপাত্র আবুল কালাম আজাদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এক হাজার টাকার লাল নোট বাতিল হয়েছে এমন বিভ্রান্তিকর তথ্য বাংলাদেশ ব্যাংকের দৃষ্টিগোচর হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম ও অনলাইন প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়া এ তথ্য সত্য নয়।

কেন্দ্রীয় ব্যাংক বলছে, এ ধরনের কোনো সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি। এক হাজার টাকার লাল নোট বা অন্য কোনো নোট অচলের সিদ্ধান্ত নেওয়া হয়নি। তাই জনসাধারণকে এ ধরনের গুজব ও বিভ্রান্তিকর তথ্য আমলে না নেওয়ার অনুরোধ জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।