
রুরাল পাওয়ার কোম্পানি লিমিটেডে (আরপিসিএল) উপসহকারী প্রকৌশলী (ইলেকট্রিক্যাল) এবং উপসহকারী প্রকৌশলী (মেকানিক্যাল) পদের মৌখিক পরীক্ষার তারিখ প্রকাশ করা হয়েছে।
আবেদনকারী প্রার্থীদের নৈর্ব্যক্তিক পরীক্ষা (MCQ Test) অনুষ্ঠিত হয় গত ২৫ এপ্রিল। নৈর্ব্যক্তিক পরীক্ষায় (MCQ Test) উত্তীর্ণ প্রার্থীদের লিখিত পরীক্ষা (Written Test) অনুষ্ঠিত হয় ১৬ মে। বাংলাদেশ পাওয়ার ইকুইপমেন্ট ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেডে (সেনাকল্যাণ কমার্শিয়াল কমপ্লেক্স, পঞ্চম তলা, প্লট-৯, ব্লক-এফ, টঙ্গী, গাজীপুর) অনুষ্ঠিত হয়। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মধ্যে যাঁরা মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য নির্বাচিত হয়েছেন, তাঁদের তালিকা প্রকাশ করা হয়েছে। মৌখিক পরীক্ষার তারিখ, সময় ও স্থান আরপিসিএলের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।
১. উপসহকারী প্রকৌশলী (ইলেকট্রিক্যাল) = ২০ জনের মৌখিক পরীক্ষা ২৭ মে (২৭.০৫.২০২৫, মঙ্গলবার) অনুষ্ঠিত হবে। আরপিসিএলের করপোরেট অফিস প্লট-৫২, রোড-২১, নিকুঞ্জ-২ খিলক্ষেত, ঢাকা-১২২৯–এ বেলা সাড়ে তিনটায় শুরু হবে।
২. উপসহকারী প্রকৌশলী (ইলেকট্রিক্যাল) = ১০ জন ও উপসহকারী প্রকৌশলী (মেকানিক্যাল)=১০ জন; অর্থাৎ মোট ২০ জনের মৌখিক পরীক্ষা আগামী ২৮ মে, বুধবার (২৮.০৫.২০২৫) অনুষ্ঠিত হবে। ওই দিন বেলা সাড়ে তিনটায় আরপিসিএলের করপোরেট অফিস প্লট-৫২, রোড-২১, নিকুঞ্জ-২ খিলক্ষেত, ঢাকা-১২২৯–এ অনুষ্ঠিত হবে মৌখিক পরীক্ষা।
৩. উপসহকারী প্রকৌশলী (মেকানিক্যাল) = ১৬ জনের মৌখিক পরীক্ষা ২৯ মে, বৃহস্পতিবার (২৯.০৫.২০২৫) অনুষ্ঠিত হবে। ওই দিন বেলা সাড়ে ৩টায় আরপিসিএলের করপোরেট অফিস প্লট-৫২, রোড-২১, নিকুঞ্জ-২, খিলক্ষেত, ঢাকা-১২২৯–এ হবে মৌখিক পরীক্ষা।
মৌখিকের সূচি দেখুন এখানে।