
রংপুর জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ে লোকবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। প্রতিষ্ঠানটি একাধিক পদে লোকবল নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। পদসংখ্যা ৮৭।
পদের নাম: পরিবার পরিকল্পনা পরিদর্শক। পদসংখ্যা ১। বেতন-৯৩০০-২২৪৯০ টাকা স্কেলে।
পদের নাম: পরিবার কল্যাণ সহকারী। পদসংখ্যা ৭৩। বেতন- ৯০০০-২১৮০০ টাকা স্কেলে।
পদের নাম: আয়া। পদসংখ্যা ১৩। বেতন-৮৫০০-২০০১০ টাকা স্কেলে।
আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন http://dgfpran.teletalk.com.bd/err.php?err=550 এই ঠিকানায় থেকে।
আবেদন শুরু হবে ২২ জুন থেকে। চলবে আগামী ২৬ জুলাই পর্যন্ত।