
ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যভুক্ত বিভিন্ন ব্যাংক/আর্থিক প্রতিষ্ঠানে ৫ম থেকে ১০ম গ্রেডের ৪৭টি পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আবেদনের শেষ তারিখ ২২ ফেব্রুয়ারি ২০২৬।
চাকরির বিবরণ
১. পদের নাম: অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (সিভিল)/সহকারী প্রকৌশলী (সিভিল)/সিনিয়র অফিসার (সিভিল ইঞ্জি)
মোট পদসংখ্যা: ০৭
সংশ্লিষ্ট ব্যাংক/ আর্থিক প্রতিষ্ঠান ও পদসংখ্যা: সোনালী ব্যাংক পিএলসি-০২, বেসিক ব্যাংক পিএলসি-০১, বাংলাদেশ কৃষি ব্যাংক-০৪
বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড-৯)
২. পদের নাম: সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (ইলেকট্রিক্যাল)
মোট পদসংখ্যা: ০১
সংশ্লিষ্ট ব্যাংক/ আর্থিক প্রতিষ্ঠান ও পদসংখ্যা: সোনালী ব্যাংক পিএলসি-০১
বেতন স্কেল: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা (গ্রেড-১০)
৩. পদের নাম: সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (মেকানিক্যাল)
মোট পদসংখ্যা: ০১
সংশ্লিষ্ট ব্যাংক/ আর্থিক প্রতিষ্ঠান ও পদসংখ্যা: সোনালী ব্যাংক–০১
বেতন স্কেল: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা (গ্রেড-১০)
৪. পদের নাম: সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (সিভিল)/উপসহকারী প্রকৌশলী (সিভিল)
মোট পদসংখ্যা: ০৪
সংশ্লিষ্ট ব্যাংক/ আর্থিক প্রতিষ্ঠান ও পদসংখ্যা: সোনালী ব্যাংক–০২, বাংলাদেশ হাউস বিল্ডিং ফিন্যান্স করপোরেশন-০২
বেতন স্কেল: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা (গ্রেড-১০)
৫. পদের নাম: সিনিয়র অফিসার (আইন)/আইন অফিসার/সিনিয়র অফিসার (ল)
মোট পদসংখ্যা: ১৫
সংশ্লিষ্ট ব্যাংক/ আর্থিক প্রতিষ্ঠান ও পদসংখ্যা: অগ্রণী ব্যাংক পিএলসি-১৩, বেসিক ব্যাংক পিএলসি-০১, বাংলাদেশ হাউস বিল্ডিং ফিন্যান্স করপোরেশন-০১
বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড-৯)
৬. পদের নাম: অফিসার (ল)
মোট পদসংখ্যা: ০১
সংশ্লিষ্ট ব্যাংক/ আর্থিক প্রতিষ্ঠান ও পদসংখ্যা: বেসিক ব্যাংক পিএলসি-০১
বেতন স্কেল: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা (গ্রেড-১০)
৭. পদের নাম: সিনিয়র অফিসার (নিরীক্ষা)
মোট পদসংখ্যা: ১৫
সংশ্লিষ্ট ব্যাংক/ আর্থিক প্রতিষ্ঠান ও পদসংখ্যা: অগ্রণী ব্যাংক-০১
বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড-৯)
৮. পদের নাম: সিকিউরিটি অফিসার
মোট পদসংখ্যা: ০১
সংশ্লিষ্ট ব্যাংক/ আর্থিক প্রতিষ্ঠান ও পদসংখ্যা: ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ-০১
বেতন স্কেল: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা (গ্রেড-১০)
৯. পদের নাম: ফিন্যান্সিয়াল অ্যানালিস্ট
মোট পদসংখ্যা: ০১
সংশ্লিষ্ট ব্যাংক/ আর্থিক প্রতিষ্ঠান ও পদসংখ্যা: প্রবাসী কল্যাণ ব্যাংক-০১
বেতন স্কেল: ৪৩,০০০-৬৯,৮৫০ টাকা (গ্রেড-৫)
১০. পদের নাম: প্রিন্সিপাল অফিসার–ডাক্তার (পিও-ডাক্তার)
মোট পদসংখ্যা: ০১
সংশ্লিষ্ট ব্যাংক/ আর্থিক প্রতিষ্ঠান ও পদসংখ্যা: জনতা ব্যাংক-০১
বেতন স্কেল: ৩৫,৫০০-৬৭,০১০ টাকা (গ্রেড-৬)
বয়সসীমা
সব পদের ক্ষেত্রে সর্বনিম্ন বয়স ২১ বছর। ১ থেকে ৭ নম্বর পদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়স ৩২ বছর। ৮ নম্বর পদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়স ৪০ বছর। ৯ নম্বর পদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়স ৪৫ বছর এবং ১০ নম্বর পদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়স ৩৫ বছর।
আবেদনের নিয়ম
বাংলাদেশ ব্যাংকের নিয়োগসংক্রান্ত ওয়েবসাইটের (https://crecruitment.bh org.bd) মাধ্যমে আবেদন করতে হবে।
আবেদন ফি: ২০০ টাকা।
* অনগ্রসর নাগরিক অংশভুক্ত প্রার্থীদের জন্য আবেদন ফি ৫০ টাকা।
** আবেদন ফি প্রদানের শেষ তারিখ ২৪ ফেব্রুয়ারি ২০২৬, রাত ১১টা ৫৯ মিনিটে।
আবেদনের শেষ তারিখ: ২২ ফেব্রুয়ারি ২০২৬, রাত ১১টা ৫৯ মিনিট।