এইচএসসি পরীক্ষার প্রস্তুতি–২০২১

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি | বহুনির্বাচনি প্রশ্ন

অধ্যায় ২

১১. ভয়েস ব্যান্ড বেশি ব্যবহৃত হয় কোনটিতে?

ক. টেলিফোনে খ. টেলিগ্রাফে

গ. স্যাটেলাইটে ঘ. কম্পিউটারে

১২. মোবাইল ফোন কোন পদ্ধতিতে ডেটা কমিউনিকেশন করে?

ক. সিমপ্লেক্স খ. হাফ ডুপ্লেক্স

গ. ফুল ডুপ্লেক্স ঘ. মাল্টিকাস্ট

১৩. সর্বোচ্চ গতিতে ডেটা ট্রান্সফার করে
কোনটি?

ক. UTP খ. STP

গ. কো-এক্সিয়াল কেব্​ল

ঘ. ফাইবার অপটিক্যাল কেব্​ল

১৪. একটি চ্যানেল দিয়ে 3 সেকেন্ডে 8100 বিট স্থানান্তরিত হলে তার ব্যান্ডউইডথ কত?

ক. 1800 bps খ. 2700 bps

গ. 5400 bps ঘ. 600 bps

১৫. ন্যারোব্যান্ডে ডেটার গতিসীমা কত?

ক. 45 bps–300 bps

খ. সর্বোচ্চ 9600 bps

গ. 9600 bp–2 Mbps

ঘ. কমপক্ষে 1 Mbps

১৬. ন্যারোব্যান্ড টেলিফোনের ক্ষেত্রে কত হার্টজ ফ্রিকোয়েন্সি প্রদান করে থাকে?

ক. ৩০০-৩০০০ খ. ৩০০-৪৪০০

গ. ৩০০-৩৫০০ ঘ. ৩০০-৩৪০০

১৭. নিচের কোন পদ্ধতিতে প্রেরক কম্পিউটার সব সময় অন্য কম্পিউটারে ডেটা পাঠায়?

ক. সিমপ্লেক্স খ. ব্রডকাস্ট

গ. মাল্টিকাস্ট ঘ. হাফ ডুপ্লেক্স

১৮. সিমপ্লেক্স পদ্ধতির উদাহরণ কোনটি?

ক. মোবাইল খ. ওয়াকিটকি

গ. টেলিফোন ঘ. রেডিও

১৯. কোথায় ভয়েস ব্যান্ড ব্যবহৃত হয়?

ক. টেলিগ্রাফিতে খ. টেলিপ্যাথিতে

গ. টেলি কনফারেন্সে ঘ. টেলিফোনে

২০. নিচের কোনটি অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশন বোঝায়?

ক. স্টার্ট/স্টপ-ট্রান্সমিশন

খ. স্টপ ট্রান্সমিশন

গ. স্টার্ট ট্রান্সমিশ

ঘ. লিনিয়ার ট্রান্সমিশন

২১. কোনটি সবচেয়ে দ্রুত গতির ডেটা ট্রান্সমিশন?

ক. ব্রড ব্যান্ড খ. ভয়েস ব্যান্ড

গ. ন্যারো ব্যান্ড ঘ. লার্জ ব্যান্ড

২২. নিচের কোনটি সিমপ্লেক্স, হাফ ডুপ্লেক্স ও ফুল ডুপ্লেক্স মোডের নির্দেশক?

ক. মাল্টিকাস্ট মোড

খ. ব্রড কাস্ট মোড

গ. ইউনিকাস্ট মোড

ঘ. সেমি কাস্ট মোড

সঠিক উত্তর

অধ্যায় ২: ১১. ক ১২. গ ১৩. ঘ ১৪. খ ১৫. ক ১৬. ঘ ১৭. ক ১৮. ঘ ১৯. ঘ ২০. ক ২১. ক ২২. গ

বাকি অংশ ছাপা হবে আগামীকাল